অস্কারের পথে বাংলাদেশি চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০১

বাংলাদেশ থেকে এ বছর অস্কারে যাচ্ছে লীসা গাজী পরিচালিত চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) আয়োজিত ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য ছবিটি নির্বাচিত হয়েছে।
গত শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ছবিটির নাম ঘোষণা করেন অস্কার বাংলাদেশ কমিটির সভাপতি জহিরুল ইসলাম। এ সময় কমিটির সদস্য, আবেদনকৃত ছবির নির্মাতারা, সাংবাদিক এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অস্কার বাংলাদেশ কমিটি জানায়, জমা পড়া পাঁচটি চলচ্চিত্র থেকে বিস্তারিত বিচার-বিশ্লেষণের পর সর্বসম্মতিক্রমে ‘বাড়ির নাম শাহানা’কেই বেছে নেওয়া হয়েছে। ছবিটি বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
চলতি বছরে অস্কারে পাঠানোর জন্য পাঁচটি চলচ্চিত্র জমা পড়েছিল। সেগুলো হলো— মাকসুদ হোসাইনের ‘সাবা’; লীসা গাজীর ‘বাড়ির নাম শাহানা’; আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’ (প্রযোজনা: নিমগ্ন ফিল্মস); শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’; মনজুরুল ইসলাম মেঘের ‘ময়না’;
বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে গঠিত অস্কার কমিটি নির্ধারিত সময়সীমার মধ্যে চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজকদের কাছ থেকে ফরম সংগ্রহ ও জমাদানের মাধ্যমে এসব ছবি গ্রহণ করে। গত ১৬ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ তারিখ।
ডিআর/এসএসকে