চুমু খেয়ে কেয়া পায়েল কাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন?
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ছবি পোস্ট করেছেন। ফেসবুকে তিনটি ছবি দিয়ে তিনি লিখেছেন— Happy birthday my love (শুভ জন্মদিন আমার প্রিয়)।
ছবির একটিতে দেখা যায়, তিনি তরুণের গালে চুমু খাচ্ছেন। ক্যাপশন ও ছবিটি দেখে অনেকে ভেবেছিলেন, তরুণটি হয়তো তার প্রেমিক। মুহূর্তের মধ্যেই পোস্টটিতে লাখো নেটিজেনের প্রতিক্রিয়া ও হাজারো মন্তব্য জমা হয়।
তবে বিষয়টি স্পষ্ট করে কেয়া পায়েল মন্তব্যের ঘরে লিখেছেন— Don’t make judgments without knowing anything, he’s my younger brother. (কিছু না জেনে বিচার করবেন না, সে আমার ছোট ভাই)।
-68d89a59b8159.jpg)
পরে কেয়া পায়েল পোস্টের ক্যাপশন আপডেট করেও জানিয়েছেন, ছবির তরুণ আসলে তার ছোট ভাই। তবে আপন ছোটভাই কি না তা উল্লেখ করেননি অভিনেত্রী।
জন্মদিনে ভালোবাসা ও আবেগ থেকে দেওয়া শুভেচ্ছা পোস্টটি নিয়ে ভক্তদের মধ্যে সাময়িক বিভ্রান্তি তৈরি হয়েছিল। অনেকেই জানতে চেয়েছিলেন, কে এই তরুণ। পরে অভিনেত্রী তা খোলাসা করেন।
এইচকে/এমবি/টিএইচ/এএইচকে

