Logo

বিনোদন

কেন তানজিমকে বিয়ে করেছেন শবনম ফারিয়া? উত্তরে যা জানালেন তিনি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৯

কেন তানজিমকে বিয়ে করেছেন শবনম ফারিয়া? উত্তরে যা জানালেন তিনি

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি নতুন জীবনে পা রেখেছেন। গত সপ্তাহে দুই পরিবারের উপস্থিতিতে ঢাকার অদূরে মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় সম্পন্ন হয় তার বিয়ের আনুষ্ঠানিকতা। কাছের আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে ফারিয়া এবং তার জীবনসঙ্গী তানজিম তৈয়ব একসঙ্গে নতুন পথচলা শুরু করেন।

বিয়ের পর থেকেই অনুরাগীদের কৌতূহল ছিল— কেন তানজিমকেই বেছে নিলেন ফারিয়া? অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলেছে একটি ভিডিওতে, যা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ফারিয়া জানান, তানজিম তার জীবনে ছোট ছোট বিষয়গুলোকেও গুরুত্ব দেন। সেটাই তাকে মুগ্ধ করেছে। তার ভাষায়, “কোনো মানুষ অসুবিধায় পড়লে ‘তোমার কিছু লাগবে?’— এমন প্রশ্ন করতে পারে, তা আমি আগে জানতাম না। এই ভদ্রলোকই প্রথম আমাকে এমন অনুভূতি দিয়েছেন। তিনি (তানজিম) বলেন, ‘তুমি যদি কষ্ট পাও, আমি করে দিচ্ছি। তোমার করতে হবে না।’ বা ‘তুমি যাচ্ছ, তোমার কিছু লাগবে কি?’ এই বিষয়গুলো আমার কাছে অনেক বড়।”

অভিনেত্রী আরও বলেন, জীবনের এক পর্যায়ে তিনি একেবারেই আশাহীন হয়ে পড়েছিলেন। মনে হয়েছিল, এ অধ্যায় হয়তো এখানেই শেষ। কিন্তু ঠিক তখনই তানজিমের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু হয়।

অন্যদিকে, ফারিয়ার স্বামী তানজিম তৈয়ব জানান, তিনি বাংলাদেশের বিনোদনজগত সম্পর্কে খুব একটা জানতেন না। প্রথমে ফারিয়াকে চিনতেনও না। পরে জানতে পারেন তিনি জনপ্রিয় অভিনেত্রী। তবে তার কাছে ফারিয়া মানুষ হিসেবেই অসাধারণ লেগেছে। তানজিম বলেন, “আমি যখন তাকে দেখি, তার মাঝে বিশেষ কিছু খুঁজে পাই। সে খুবই ডাউন-টু-আর্থ, বোল্ড, প্লেফুল, উইটি এবং যত্নশীল।”

নতুন দম্পতির এই ভিডিও দেখে ভক্তরা উচ্ছ্বসিত। মন্তব্যের ঘরে তারা ফারিয়া ও তানজিমকে ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিচ্ছেন।

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন শবনম ফারিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর