Logo

বিনোদন

পূজায় তারকা

এখন ইচ্ছে মতো ঘোরাঘুরি করতে পারি না : বিদ্যা সিনহা মিম

সুদীপ্ত সাইদ খান

সুদীপ্ত সাইদ খান

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৯

প্রতি বছরের মতো এবারো খুশির বার্তা নিয়ে এসেছে শারদীয় দুর্গা পূজা। সাধারণ মানুষদের পাশাপাশি তারকারাও মেতে উঠেছেন পূজার আনন্দে। কেমন কাটছে তারকাদের পূজা, কি করছেন তারা? সেসব নিয়েই আমাদের এবারের আয়োজন।

পূজা উদযাপন ও নানা বিষয়ে বাংলাদেশের খবরের সঙ্গে আজ কথা বললেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান

বাংলাদেশের খবর : কেমন আছেন, দিনকাল কেমন কাটছে?

বিদ্যা সিনহা সাহা মিম : এই তো ভালো যাচ্ছে। একটা টিভিসির শুটিংয়ে ছিলাম। টুকটাক ব্যস্ততার ভেতর দিয়েই দিন পার হচ্ছে। 

বাংলাদেশের খবর : অনেক দিন ধরে আপনাকে সিনেমার শুটিংয়ে দেখছি না, কারণ কি?

বিদ্যা সিনহা সাহা মিম : আসলে করার মতো প্রোপার প্রজেক্ট আমি এখনো পাইনি। প্রচুর প্রজেক্টের অফার আসে কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি আমার মন মতো হয় না।  আমি যেহেতু অনেক বেছে বেছে কাজ করতে চাই। সেক্ষেত্রে ঠিকঠাক না হলে কাজ করি না। 


বাংলাদেশের খবর : ব্রান্ড প্রমোশনের কি অবস্থা?

বিদ্যা সিনহা সাহা মিম : আমি তো অ্যাকচুয়ালি অনেক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। তো প্রতি মাসেই ওদের কনফারেন্স, প্রেস মিট, হাবিজাবি লেগেই থাকে। তো তাদেরই কাজ করতে হয় অনেক। এর বাইরেও আরও অনেক কাজ তো করাই হচ্ছে। 

বাংলাদেশের খবর : পূজা চলে আসলো, পূজার প্রস্তুতি নিয়ে জানতে চাই... 

বিদ্যা সিনহা সাহা মিম : পূজার প্রস্তুতি বলতে ওইরকমভাবে কিছু ভাবি নাই। পরিবারের সাথেই সময় কাটাবো। ফ্যামিলির সাথে উৎসব সেলিব্রেট করাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। খুব বেশি কিছু চিন্তা-ভাবনা করছি না, আপাতত পুজো দিবো, প্রসাদ খাবো- এই তো।

বাংলাদেশের খবর : আগে তো সিঙ্গেল ছিলেন। এখন তো হাসব্যান্ড আছে। দুই ফ্যামিলির একটা ব্যাপার আছে। তো বিয়ের পরের পূজাগুলো কেমন কাটছে?

বিদ্যা সিনহা সাহা মিম : বিয়ের পরেও ডেফিনিটলি  ভালো ো কাটছে। আর পূজা কখনো নিজের বাড়ি কখনো শ্বশুড় বাড়িতে করা হয়। আগেরবার কুমিল্লায় পূজা করেছি। এবার রাজশাহীতে করব। তো এরকম ঘুরেফিরে একেক সময় একেক জায়গায় করা হচ্ছে। 


বাংলাদেশের খবর : পূজা উপলক্ষে হাসব্যান্ড কি কি গিফট দিল? 

বিদ্যা সিনহা সাহা মিম : ও আমাকে শাড়ি গিফট করেছে। আর আমি সাধারণত ওকে পাঞ্জাবি গিফট করি। ঘুরেফিরে নানা কিছু দিতেই থাকি। কারণ আমার গিফট দিতে ভালো লাগে।  কিছুদিন আগে ওর যখন জন্মদিন গেল, তখনও গিফট দিলাম। এখন পূজাতেও দেওয়া হলো। এবার যেহেতু খুব গরম তাই পাঞ্জাবি দিয়েছি। যাই হোক, গিফট তো আসলে গিফটই।

বাংলাদেশের খবর : পুজোর সাজ-সজ্জা বা স্টাইলিং নিয়ে কী ভাবছেন? কীভাবে নিজেকে সাজাতে চাইছেন? 

বিদ্যা সিনহা সাহা মিম : সাজ-সজ্জা আসলে নরমালিই থাকবো। বাইরে বের হলে বা যখন ঠাকুর দেখতে যাবো তখন হয়তো কিছু সাজ-সজ্জা নিবো। যেহেতু এবার প্রচুর গরম ফলে হালকা কটনের মধ্যে কিছু পড়বো। কারণ প্রচুর গরমের বিষয়টা  তো অ্যাকচুয়ালি মাথায় রাখতে হয়। এর বাইরে নর্মালি যা পরি আর কি- ওই কামিজ অথবা কুট্টি অথবা সুতির শাড়ি পরবো।

বাংলাদেশের খবর : ছোটবেলার পূজা  এবং এখনকার যে পূজা- মিমের কাছে এই দুই বেলার পূজার পার্থক্যটা কেমন? 

বিদ্যা সিনহা সাহা মিম : ছোটবেলার পূজাটা অ্যাকচুয়ালি অন্যরকম ছিল। মনমতো যেখানে সেখানে ঘুরতে যেতে পারতাম। সত্যি কথা বলতে এখন যেতে পারি না। এখন চাইলেও সব জায়গায় গিয়ে ধুমধাম করে ঘোরাঘুরি করতে পারি না। এই যে, এখন ইচ্ছে মতো ঘোরাঘুরি করতে পারি না- এই পার্থক্যটাই সবথেকে বেশি। আর যেমন ছোটবেলায় গ্রামে নৌকা বাইচ হতো- তখন অনেক মজা করতাম, এখন নৌকা বাইচে যেতে পারি না অথবা মেলার মধ্যে ঘুরতে বের হই না। এখন বাসাতেই থাকা হয় বেশিরভাগ সময়।


বাংলাদেশের খবর : পূজার এমন কোনো স্মৃতি আছে কি, যা মিমকে কাঁদায় বা হাসায়?

বিদ্যা সিনহা সাহা মিম : আমাকে কাঁদায় এরকম স্মৃতি আসলে ওইভাবে নাই। হাসির বা আনন্দের স্মৃতিটায় বেশি। আসলে ফ্যামিলির সাথে আনন্দ-উল্লাসই বেশি করা হয়। তবে হ্যাঁ, কান্না বলতে ওইরকম স্মৃতি না কিন্তু ছোট একটা ঘটনা ঘটেছিল- একবার নৌকা বাইচের সময়ে। 

স্টার হওয়ার পর আমি একবার পূজায় গিয়েছিলাম নৌকা বাইচ দেখতে। আমি যে নৌকায় ছিলাম সেই নৌকার আশেপাশের সব নৌকায় ভিড় জমায় আমাকে দেখার জন্য। বেশ ভালো ো ভিড় হয়। আমাকে দেখার জন্য আশেপাশের সব নৌকা কাছাকাছি আসছে, তখন আমার মামা তো ভাইয়ের ঘাড়ের সাইট দিয়ে একটা নৌকা এমনভাবে চলে যায় যে অল্পের জন্য সে বেঁচে যায়। নৌকাটি এমনভাবে আসছে যে ধাক্কা লাগলে আমাদের নৌকাও  ডুবে যেত। ওখানে তো প্রচুর পানি। নৌকা ডুবলে আমরা হয়তো কেউই বেঁচে থাকতাম না। কারণ আমি সাঁতার পারি না। 


বাংলাদেশের খবর : পূজা মণ্ডপে গেলে সেলিব্রিটি হিসেবে কি আলাদা কোনো বিড়ম্বনার শিকার হতে হয়?

বিদ্যা সিনহা সাহা মিম : পূজা মণ্ডপে গেলে একটু তো হয়ই। মানে যেখানেই যাই সবাই সেলফি তুলতে চায়-এটা তো খুবই নরমাল। এটাকে তেমন কিছু মনে করি না।

বাংলাদেশের খবর : পূজা উপলক্ষে ভক্তদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা? 

বিদ্যা সিনহা সাহা মিম : সবাই যেন সুন্দর মতো করে পূজা সেলিব্রেট করে এতটুকুই বলার। সবাই যেন ঠিকঠাকভাবে উদযাপন করে, ভালো থাকে,  সুস্থ থাকে। এতটুকুই কামনা।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন দুর্গাপূজা সাক্ষাৎকার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর