Logo

বিনোদন

যে কারণে সব শুটিং বাতিল করলেন জাহের আলভী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩০

যে কারণে সব শুটিং বাতিল করলেন জাহের আলভী

নাটকের জনপ্রিয় মুখ জাহের আলভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে এই প্রথমবার তাকে শুটিং বাতিল করে বাড়ি ফিরতে হয়েছে। বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন ফেসবুক স্ট্যাটাসে।

স্ট্যাটাসে আলভী লিখেছেন, ‘দীর্ঘ ১৩ বছরের ক্যারিয়ারে এই প্রথম অসুস্থ হয়ে শুটিং প্যাক-আপ করলাম। সুস্থতা যে আল্লাহর কত বড় নেয়ামত, সামান্য জ্বর হলেই টের পাওয়া যায়। হে পরওয়ারদিগার, কিছুই চাই না, শুধু সুস্থতা চাই।’

অভিনেতা আরও জানান, অসুস্থতার কারণে সহকর্মী, পরিচালক ও টেকনিক্যাল টিমের কাছে তিনি ক্ষমা প্রার্থী। পাশাপাশি তিনি কাজের সময়সূচি নতুন করে নির্ধারণের কথাও উল্লেখ করেন।

স্ট্যাটাসে আলভী লিখেছেন, ‘আমার টেকনিকাল ভাই-ব্রাদার, সহকর্মী, পরিচালকের কাছে ক্ষমা প্রার্থী। বিরতিতে গেলাম। অতি নিকটে যাদের সাথে কাজ, রিশিডিউল করে জানাচ্ছি। জ্বর আসলে পৃথিবীতে নিজেকে সবচেয়ে অসহায় লাগে।’

তার এই পোস্টে সহকর্মী থেকে শুরু করে ভক্তরাও দ্রুত আরোগ্য কামনা করেছেন।

জনপ্রিয় এই অভিনেতার দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফিরবেন— এমন প্রত্যাশা প্রকাশ করেছেন তার সহশিল্পী ও অনুরাগীরা।

ডিআর/এসএসকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন জাহের আলভী নাটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর