Logo

বিনোদন

সবাইকে চমকে দিয়ে শাকিবের বাসায় অপু বিশ্বাস!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৫

সবাইকে চমকে দিয়ে শাকিবের বাসায় অপু বিশ্বাস!

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে আবারও একসঙ্গে দেখা গেল। আর সেই মিলনের কেন্দ্রবিন্দু ছিলেন তাদের একমাত্র ছেলে অব্রাহাম খান জয়। গতকাল ছিল জয়ের জন্মদিন। এ উপলক্ষে শাকিব খানের গুলশানের বাসায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন অপু বিশ্বাসও।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়— শাকিব খানের পরিবারের সঙ্গেই ছিলেন অপু। ছবিতে ছিলেন শাকিবের বাবা-মা ও বোনও। যদিও ছবিগুলো শাকিব বা অপু নিজেরা পোস্ট করেননি, তবে সেগুলো এখন ভক্তদের আলোচনায়।

এর আগে যুক্তরাষ্ট্রে শাকিব খান ও বুবলীকে একসঙ্গে দেখা গিয়েছিল। তখন অনেকেই ভেবেছিলেন, শাকিব-বুবলীর সম্পর্কের জট খুলে গেছে এবং একত্রে সংসার শুরু করতে যাচ্ছেন তারা। সেই সময় অপুর সঙ্গে শাকিবের আর দেখা যাবে না বলেই ধারণা করেছিলেন অনেকে। কিন্তু জয়ের জন্মদিনে শাকিবের গুলশান বাসায় অপুর উপস্থিতি আবারও নতুন প্রশ্ন তুলেছে— অপু কি তবে আবার শাকিবের গুলশান বাড়িতেই থাকবেন?

এদিকে জন্মদিনের রাতে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন শাকিব খান। সেখানে দেখা যায়, বিদেশের মাটিতে একটি শিশুপার্কে জয়ের সঙ্গে খেলায় মেতে আছেন তিনি। ভিডিওর ক্যাপশনে শাকিব লেখেন, ‘শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র। তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে।’

জয়কে ঘিরে এভাবেই আবারও একসঙ্গে দেখা মিলল ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত এই প্রাক্তন জুটির।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন শাকিব খান অপু বিশ্বাস চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর