Logo

বিনোদন

যুক্তরাষ্ট্রে অসভ্য আচরণের শিকার গায়িকা আতিয়া আনিসা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৩

যুক্তরাষ্ট্রে অসভ্য আচরণের শিকার গায়িকা আতিয়া আনিসা

জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিয়া আনিসা বর্তমানে যুক্তরাষ্ট্রে সংগীত ট্যুরে রয়েছেন। সেখানে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এই তরুণ গায়িকা জানিয়েছেন, ট্যুর চলাকালীন তিনি অসভ্যতা ও গালাগালের শিকার হয়েছেন।

আনিসা লিখেছেন, ‘আমি একজন শিল্পী। বয়সে ছোট বলেই আমাকে গালি দিয়ে বা অসভ্য আচরণ করে হেয় করা যাবে না। ইগনোর করার পরামর্শ সবাই দেয়, কিন্তু চুপ থাকলেই যদি অন্যায় বাড়তে থাকে, তবে সেটা মেনে নেওয়া যায় না।’

এই ঘটনার পর সমাধানে এগিয়ে আসেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর, যিনি বর্তমানে একই ট্যুরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আনিসা কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘আমি গান করার জন্য, সময় ও শ্রম দেওয়ার জন্য এখানে এসেছি। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হলে চুপ করে থাকা যায় না। দায়িত্বজ্ঞানহীনতা ও অপেশাদার আচরণের বিরুদ্ধে আমি অবশ্যই কথা বলব। গতকাল ঘটে যাওয়া পরিস্থিতি আসিফ ভাই সামলেছেন। তিনি গার্ডিয়ানের মতো পাশে দাঁড়িয়ে আমার পক্ষে কথা বলেছেন এবং সবকিছু সঠিকভাবে গুছিয়ে দিয়েছেন।’

তিনি আরও যোগ করেন, ‘পুরো ট্যুরজুড়ে আসিফ ভাই সব কিছু হাতে নিয়েছেন, সুন্দরভাবে পরিচালনা করেছেন। যেকোনো সমস্যার মুহূর্তে ন্যায় প্রতিষ্ঠার জন্য পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমি তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।’

যুক্তরাষ্ট্রে ট্যুর চলাকালে এমন ঘটনার শিকার হয়ে মানসিকভাবে ব্যথিত হলেও, গায়িকা আনিসা জানিয়েছেন— অন্যায় ও অসম্মান কোনোভাবেই মেনে নেবেন না।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন বাংলা গান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর