Logo

বিনোদন

পূজায় তারকা

লাখ টাকার নিচে কথা নয়, পূজা মণ্ডপ উদ্বোধনে কত পারিশ্রমিক নেন তারা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪

লাখ টাকার নিচে কথা নয়, পূজা মণ্ডপ উদ্বোধনে কত পারিশ্রমিক নেন তারা

শুরু হয়ে গেছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পূজাকে ঘিরে যেমন মণ্ডপে মণ্ডপে প্রতিযোগিতা চলে— কার সাজসজ্জা কেমন, কার পূজা কত বড়— তেমনি আরও এক দিক দিয়ে চলে টানাটানি। সেটা হলো তারকাদের দিয়ে পূজা উদ্বোধন।

পর্দার প্রিয় তারকাদের এক ঝলক দেখতেই উপচে পড়ে মানুষের ভিড়। আর সেই ভিড় সামলাতে, পাশাপাশি পূজার মর্যাদা আরও বাড়াতে, কলকাতার বড় বড় ক্লাবগুলো বিপুল টাকা খরচ করে নিয়ে আসে টলি তারকাদের।


বড় পর্দার তারকা মানেই লাখ টাকার খেলা

শোনা যায়, পূজা উদ্বোধনের পারিশ্রমিকে সবচেয়ে এগিয়ে আছেন টলি কুইন কোয়েল মল্লিক। বাংলাদেশি টাকায় প্রায় পৌনে ৭ লাখ টাকা নেন তিনি।


অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব দুজনেই নেন প্রায় সোয়া ৪ লাখ টাকা। একই অঙ্ক দাবি করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।


অভিনেত্রী মিমি চক্রবর্তী পূজা উদ্বোধনে নেন প্রায় সাড়ে ৩ লাখ টাকা।


অন্যদিকে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও অঙ্কুশ হাজরা— দুজনেই প্রায় পৌনে ৩ লাখ টাকায় উদ্বোধনে অংশ নেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পারিশ্রমিক গড়ে ২ লাখ টাকা। আর যশ দাশগুপ্তের ক্ষেত্রেও প্রায় একই অঙ্ক ধরা হয়।

ছোট পর্দার তারকা: জনপ্রিয়তার ওপর নির্ভর করে টাকার অঙ্ক

টেলিভিশন তারকাদের পারিশ্রমিক তুলনামূলকভাবে কম হলেও চাহিদা কোনো অংশে কম নয়। ধারাবাহিকের জনপ্রিয়তা বা টিআরপির ওপর ভিত্তি করে নির্ধারিত হয় তাদের দর।

‘জগদ্ধাত্রী’ খ্যাত অঙ্কিতা মল্লিকের চার্জ প্রায় ৬৫ হাজার টাকা। ‘কথা’ ধারাবাহিকের সুস্মিতা দে নেন ৬০ হাজার টাকা। অভিনেতা সাহেব ভট্টাচার্যর পারিশ্রমিক ১ লাখ টাকার কাছাকাছি।

বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘রাণী ভবানী’র নায়িকা রাজনন্দিনী দত্তর পারিশ্রমিক প্রায় ১ লাখ টাকা। সবচেয়ে আলোচিত জুটি দিতিপ্রিয়া রায় ও জিতু কামাল নেন সোয়া ১ লাখ টাকা। অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় নেন প্রায় ৬০ হাজার, স্বস্তিকা দত্ত ও পল্লবী শর্মা নেন প্রায় ৭০ হাজার টাকা করে।

বড় তারকা থেকে ছোট পর্দার শিল্পী— সবার বুকিং নিয়েই চলছে হিড়িক। অনেক তারকাই একাধিক ক্লাবের উদ্বোধন করেন। পারিশ্রমিক শহর থেকে মণ্ডপের দূরত্বের ওপর নির্ভর করে খানিকটা কম-বেশিও হয়। এ বছরের আয়োজন শেষ হতে না হতেই ক্লাবগুলো নাকি পরের বছরের প্রস্তুতিতেও হাত লাগিয়ে দিয়েছে।

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন দুর্গাপূজা অভিনেতা দেব শুভশ্রী গঙ্গোপাধ্যায়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর