
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে আমেরিকায় বসবাস করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব এই অভিনেত্রী ফেসবুকে নানা সময়ে নিজের মনের কথা প্রকাশ করেন। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি লিখেছেন, ‘যখন না পারা যায় কিছু বলতে, না পারা যায় সইতে… তখন আপনারা কি করেন গাইস?’
এই রহস্যময় পোস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। মাহির এই আক্ষেপপূর্ণ প্রশ্নের জবাবে অনেকেই নানা মন্তব্য করেছেন।
মাহির স্ট্যাটাসের কমেন্ট বক্সে মডেল ও ব্রান্ড প্রমোটর বারিশ হক লিখেছেন, ‘একদম চুপ’। কেউ আবার পরামর্শ দিয়েছেন, আল্লাহকে ডাকতে হবে। মামুন নকিবের মজার পরামর্শ ছিল, ‘কাচের জিনিস ভাঙবেন ভাবী, পরে যে আওয়াজ হবে তাতে শান্তি পাবেন।’
আবার ইয়াসমিন জান্নাত নামের একজন লিখেছেন, ‘দীর্ঘশ্বাস ফেলে আল্লাহ ভরসা বলে সহ্য করা’। অন্যজন বলেছেন, পাগল হওয়ার অবস্থা হয়’। আর কেউ লিখেছেন, ‘গভীরভাবে শ্বাস নাও এবং সবুর করো।’ এছাড়া অনেকে আবার চুপ থাকা, ইগনোর করা বা ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সময় কাটানোর মতো উপায়ও জানিয়েছেন।
মাহি অবশ্য তার স্ট্যাটাসে কোনো কারণ বা পরিস্থিতি খোলাসা করেননি। ফলে নেটিজেনদের কৌতূহল আরও বেড়েছে— কী এমন ঘটেছে যে মাহি সহ্য করতে পারছেন না?
ডিআর/এসএসকে