Logo

বিনোদন

কোন নায়কের উদ্দেশে তির্যক সতর্কবার্তা দিলেন সৈকত নাসির?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৫

কোন নায়কের উদ্দেশে তির্যক সতর্কবার্তা দিলেন সৈকত নাসির?

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত পরিচালক সৈকত নাসির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে অভিনয়শিল্পীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছেন। সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘একজন অভিনেতা যতই দক্ষ হোক, যদি সে সর্বদা একই ধরনের চরিত্র খুঁজে বেড়ায়, নিজের সীমানা প্রসারিত করতে ভয় পায়, তবে সময়ের সাথে সাথে তার অভিনয়ের সেই উজ্জ্বল গুণাবলিও সাধারণ হয়ে যায়— আলুর মতোই স্বাদহীন।’

পরিচালক আরও লেখেন, ‘সে হয়তো একসময় জনপ্রিয়তা পায়, প্রশংসা পায়, কিন্তু নিজেকে পুনরাবিষ্কার না করলে, নতুন ঝুঁকি না নিলে, তার মেধা ও সক্ষমতা আস্তে আস্তে ম্লান হয়ে যায়।’

সৃজনশীলতার প্রসঙ্গ টেনে সৈকত নাসির বলেন, ‘জীবন হলো গতিশীলতার অপর নাম— যারা স্থবির, তাদের প্রতিভাও কালক্রমে মূল্যহীন হয়ে পড়ে। তাই ভিন্নতা আনুন, নতুনের মুখোমুখি হোন। নিজের সৃজনশীলতাকে উৎসাহ দিন, ভয়কে জয় করুন। কারণ, সময়ের স্রোত কখনো এক দিকে থাকে না— আজ যা আপনার হাতে, তা হয়তো কালই চলে যাবে, যদি না আপনি নিজেকে অবিরাম বিকশিত রাখেন।’

তার এই স্ট্যাটাস নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। পরিচালকের এই স্ট্যাটাসে কার উদ্দেশে এমন বক্তব্য— সেটি নিয়ে চলছে জল্পনা।

কেউ মনে করছেন, ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ইঙ্গিত করছেন, কারণ দীর্ঘদিন ধরে তিনি প্রায় একই ধাঁচের চরিত্রে অভিনয় করছেন বলে সমালোচনা রয়েছে। আবার অনেকে বলছেন, ইন্ডাস্ট্রিতে আরও অনেক নায়ক রয়েছেন যাদের ক্ষেত্রেও সাম্প্রতিক সময়ে ভিন্নতা খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ কেউ আবার ধারণা করছেন, এটি কোনো নির্দিষ্ট অভিনেতাকে উদ্দেশ করে লেখা হয়নি; বরং পুরো ইন্ডাস্ট্রির জন্য একটি বার্তা।

যদিও সৈকত নাসির কোনো অভিনেতার নাম উল্লেখ করেননি, তবু তার স্ট্যাটাস ঘিরে ঢালিউড অঙ্গনে কৌতূহল বেড়েছে— আসলে তিনি কাকে লক্ষ্য করে এই তির্যক মন্তব্য করলেন? প্রশ্ন একটাই— কোন অভিনেতাকে সতর্ক করলেন সৈকত নাসির?

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর