পূজায় তারকা
মা নেই, বাবা নেই, তাই পুজোতেও ভালো নেই আমি : অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১৭:৩৬
-68de63cf61fa5.jpg)
শারদীয় দুর্গোৎসবের আনন্দের ভিড়েও মনখারাপী এক অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বাংলাদেশের খবরকে তিনি বলেন, বাবা-মা ছাড়া পূজার আনন্দ কখনো পূর্ণ হয় না।
পূজার দিনগুলো কেমন কাটছে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘মা নেই, বাবা নেই— পুজোটা কিভাবে ভালো লাগবে বলেন। বাবা-মাকে মিস করার কথা বলাই তো কেমন যেন শোনায়। তারা তো প্রতিটা নিঃশ্বাসে আছে, প্রতিটা সময়েই আছেন। বিশেষ করে আমার মায়ের সঙ্গে অনেক বেশি স্মৃতি জড়িয়ে আছে। এখানে আসলে বলার তো কোনো স্পেস থাকে না, তাই না? ফলে বাবা-মা হীন পূজা খুব একটা ভালো কাটাইনি।’
চলচ্চিত্রে ব্যস্ত জীবনের ফাঁকেও উৎসবের দিনে বাবা-মায়ের অনুপস্থিতি যে তাকে ভীষণভাবে নাড়া দেয়, তা অকপটে স্বীকার করেছেন এই অভিনেত্রী।
২০০৫ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন অপু বিশ্বাস। পরে শাকিব খানের বিপরীতে ২০০৬ সালে ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পান। এরপর দুজন একসঙ্গে প্রায় ৭২টি সিনেমায় অভিনয় করেছেন, যার বেশিরভাগই ছিল ব্যবসাসফল। অপু বিশ্বাস প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে। তাঁতপল্লির প্রেক্ষাপটে প্রেম-ভালোবাসা ও স্থানীয় রাজনীতির গল্প নিয়ে নির্মিত এই সিনেমার জন্য ২০২১-২২ অর্থবছরে তিনি ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন।
এসএসকে/