Logo

বিনোদন

‘যেদিন কেউ তাকে চিনবে না, সেদিন আত্মহত্যা করবেন জেমস’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ২১:৩০

‘যেদিন কেউ তাকে চিনবে না, সেদিন আত্মহত্যা করবেন জেমস’

বাংলাদেশের কিংবদন্তি রকস্টার নগরবাউল জেমসের ৬০তম জন্মদিনে গীতিকার ও চিত্রনাট্যকার গুঞ্জন রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস শেয়ার করেছেন। যেখানে তিনি জেমসের সঙ্গে কাটানো একটি দিনের বিশেষ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

গুঞ্জন রহমান লেখেন, ২০০৪ সালে সাংবাদিকতা দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। একটি আধা-বিনোদন, সিকি-রাজনীতি ও সিকি-খিচুড়ি পত্রিকায় চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব নেওয়ার সময়েই তৈরি হয়েছিল স্মরণীয় সেই দিনটি। তিনি উল্লেখ করেন, ‘জেমস ভাই, ডেকেছেন তার বাসায়, আর কি অফিস করতে ইচ্ছে করে? সেদিন কোনো কাজ ছিলো না, শুধুমাত্র আড্ডা। সকাল দশটা থেকে রাত একটা পর্যন্ত। অসাধারণ সব অভিজ্ঞতায় পূর্ণ একটা দিন।’

স্ট্যাটাসে তিনি তুলে ধরেন, জেমসের মানুষের সঙ্গে মিশে যাওয়ার সহজাত স্বভাবের কথা। বারবার বাসা থেকে বেরিয়ে কাজের ছুতোয় পুরো ঢাকার বারিধারা, বনানী, গুলশান, বসুন্ধরা, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ নানা প্রান্তে ঘুরে বেড়ানোর প্রসঙ্গও উঠে আসে।


গুঞ্জন রহমান লিখেছেন, ‘জেমস ভাই রাস্তায় চলার সময়ও পথশিশু, ট্রাফিক সার্জেন্ট, কনস্টেবল, পথচারী, ভিক্ষুক— সবার সঙ্গে মিশে যেতেন। সিগারেট ধরানোর বাহানায় গাড়ির কাচ নামিয়ে মানুষকে প্রশ্রয় দিতেন। সন্ধ্যায় সংসদের সামনের বাগানে গিটারের স্ট্রোক ফলো করে উল্লাসে মেতে উঠতেন।’

তিনি আরও জানান, সেই আড্ডার শেষে জেমস বলেছিলেন, ‘আমি চাইলে সরকারি চাকরি করতে পারতাম, ব্যবসা করতে পারতাম, ব্যাংকার হতে পারতাম… কিন্তু গান করি কেন? কারণ মানুষ আমাকে চিনবে, জানবে, আমাকে ঘিরে থাকবে, ভালোবাসবে, গালি দেবে— যা খুশি করবে কিন্তু আমার সঙ্গে থাকবে। …শোন, তোর পত্রিকায় লিখে দে একটা ঘোষণা— আমি জেমস বাংলাদেশের যেকোনো রাস্তা দিয়ে হেঁটে যাবো আর আমাকে একজনও চিনবে না, এমনটা যেদিন ঘটবে, সেদিন আমি আত্মহত্যা করবো।’

স্ট্যাটাসের শেষাংশে গুঞ্জন রহমান নগরবাউল জেমসের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘এমনটা কোনোদিন ঘটবে না। জেমস আত্মহত্যা করবেন না। নগরবাউলের জন্মদিন বারবার ফিরে আসবে। আমরা দিনটা উদযাপন করবো প্রাপ্তির আনন্দে উচ্ছ্বসিত হয়ে, প্রত্যাশার স্বপ্নে উদ্ভাসিত হয়ে। বড় হও, দীর্ঘ হও, শুধু বেড়ে ওঠো…!’

বাংলা রকসংগীতের ইতিহাসে অন্যতম প্রভাবশালী এই শিল্পীর জন্মদিনে গুঞ্জন রহমানের স্ট্যাটাসটি ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর