ঢালিউডের আলোচিত তারকা পরীমণি এবার হাজির হচ্ছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ১০ম পর্বে। বিশেষ এই পর্বটি প্রচার হবে ৪ অক্টোবর, শনিবার, রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে।
প্রায় ১০০ মিনিট দীর্ঘ এই পর্বে পরীমণি শেয়ার করেছেন এমন কিছু অভিজ্ঞতা ও ব্যক্তিগত অনুভূতি, যা আগে কখনও প্রকাশ করেননি। সঞ্চালক রুম্মান রশীদ খানের মুখোমুখি হয়ে অভিনেত্রী বলেন, ‘এখন আমি অনেক ভেবে চিন্তে কাজ করি, যেটা আগে করতাম না।’
তিনি জানান, নিজের জীবনে এ পরিবর্তনের মূল কারণ সন্তানরা, ‘এতদিন আমার কোনও সঞ্চয় ছিল না। কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি, আমার বাচ্চাদের জন্য। আমার যদি দুই টাকাও উপার্জন হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে।’
কথার ফাঁকে মজা করেই পরীমণি আরও বলেন, ‘আমি এখন পুণ্য ও প্রিয়মের মা বটে। তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চাই। আল্লাহ যেন আমাদের সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বড়লোক করেন। কারণ এ যুগে সন্তানদের বড় করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন হয়। ব্যক্তি পরীমণি বা নায়িকা পরীমণি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, তবে মা হিসেবে আমি নিজেকে কখনও ব্যর্থ হতে দেব না।’
পডকাস্টে নিজের শৈশবের কিছু স্মৃতিও শেয়ার করেন তিনি। সিনেমায় আসার আগে নাচের স্কুলে ভর্তি হওয়া এবং সেখানে সাদিয়া ইসলাম মৌকে দেখে মুগ্ধ হয়ে স্কুল থেকে পালিয়ে যাওয়ার ঘটনাও উঠে আসে তার কথায়।
এছাড়া, ব্যক্তিগত জীবনের আরেকটি দিক তুলে ধরে পরীমণি জানান, বরিশালে প্রিয় নানার মৃত্যুবার্ষিকীতে তিনি প্রায় আড়াই হাজার মানুষের জন্য গরুর মাংস রান্না করেছিলেন এবং অন্যান্য রান্নারও তদারকি করেছিলেন।
এই বিশেষ পর্বটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।
ডিআর/এসএসকে

