
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান সামাজিক মাধ্যমে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। বিজয়া দশমীর দিনে নিজের ফেসবুক পেজে প্রতিমার সামনে তোলা একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ছবিতে দেখা যায়, কপালে সিঁদুরের রেখা নিয়ে তিনি দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে আছেন। এ পোস্ট ঘিরেই নেটিজেনদের একাংশ ক্ষোভ উগড়ে দেন।
ইতোমধ্যেই সাড়ে ১২ হাজার কমেন্ট পড়েছে ও ৬৩ হাজারের বেশি রিয়েকশন পড়েছে পোস্টটিতে। মন্তব্যের বেশিরভাগই ছিল নেতিবাচক। অনেকেই লিখেছেন, এতদিন ভেবেছিলেন ইয়াশ রোহান মুসলিম, তাই তার নাটক দেখতেন। কেউ কেউ সরাসরি ঘোষণা করেছেন, আর কখনো তার নাটক দেখবেন না।
আবু হানিফ নামের একজন লিখেছেন, ‘ভাই আপনার নাটক অনেক দেখেছি। আজ থেকে দেখা হবে কিনা জানি না। কারণ ভাবছিলাম মুসলিম। আর নাটকগুলো ভালোই লাগত।’ ইয়াশ এই মন্তব্যের উত্তরে বলেছেন, ‘দেখেন যেটা ভালো মনে করেন।’
আবার কনজ্যোতিকা আফরিন নামে এক তরুণী লিখেছেন, ‘ইয়ে ডান্ডি আগে জানতাম না তো।’ তার জবাবে অভিনেতা কেবল একটি ‘থ্যাংক ইউ’ লিখে প্রতিক্রিয়া জানান।
তবে সব সমালোচনার ভিড়ে অনেকেই ইয়াশ রোহানের পাশে দাঁড়িয়েছেন। চিত্রনাট্যকার নাসির খান লিখেছেন, ‘মূর্খ এই বস্তিবাসীদের যদি ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা থাকতো, একটু শান্তিতে থাকতে পারতাম। দেশের বস্তি মূর্খ ব্যাডাবেডিগুলা যে কী পরিমাণে বিয়াইছে বছরে বছরে, তা এই ছাগলের পাল, শূকরের পাল দেখলেই বোঝা যায়। মনটা চায় এই সব মূর্খগুলার প্রত্যেকটারে যদি মুখের উপর জুতা দিয়া পিটাইয়া চাপা ভাইঙ্গা দিতে পারতাম। ফেসবুকটারেও এরা টিকটক বানায় ফেলসে।’
জসিম উদ্দীন নামের একজন মন্তব্য করেন, ‘কমেন্টগুলো পড়ে সত্যিই স্তব্ধ হয়ে গেছি। আমাদের সমাজ কতটা নিচে নেমে গেছে তা ভেবে কষ্ট হয়। মানুষকে ধর্ম দিয়ে নয়, কর্ম আর মানবতার ভিত্তিতে বিচার করা উচিত।’
সাংবাদিক লিটু হাসান লিখেছেন, ‘জাতি হিসেবে আমরা কতো খারাপ...এগুলো কমেন্টস...আহারে ভন্ডরা..নাটক দেখবা সেখানেও হিন্দু মুসলিম খোঁজবা...’
শোবিজ অঙ্গনের সহকর্মীরাও ইয়াশ রোহানের প্রতি সমর্থন জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তাদের মতে, একজন শিল্পীর পরিচয় তার ধর্ম নয়, বরং তার কাজ ও শিল্পচর্চা।
ডিআর/এসএসকে