দেশে ফিরেই নতুন চমক দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। যুক্তরাষ্ট্র সফর শেষ করে তিনি প্রস্তুতি নিচ্ছেন তার বহুল আলোচিত নতুন ছবি ‘সোলজার’-এর শুটিংয়ের জন্য। আগামী ৫ অক্টোবর রাজধানীতে ক্যামেরা ওপেন হবে এ ছবির, আর প্রথম শটেই থাকছেন শাকিব খান নিজে।
বিশেষ চমক হলো, এই ছবির মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় নায়িকা তানজিন তিশা বড় পর্দায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। এ ছবিতেই প্রথমবার শাকিবের বিপরীতে জুটি বাঁধবেন তিনি। জানা গেছে, ১৫ অক্টোবর থেকে তিশা শুটিংয়ে যোগ দেবেন।
শুটিং শুরুর আগে শুক্রবার হয়েছে সিনেমাটির লুক টেস্ট ও ফটোশুট। বিকেলে তানজিন তিশা ক্যামেরার সামনে দাঁড়ান এবং তার লুকের শুট শেষ হয়েছে। এরপর অংশ নেন শাকিব খান। শিগগিরই দুজন একসঙ্গে যৌথ ফটোশুট করবেন পোস্টারের জন্য। প্রযোজনা সূত্রে জানা গেছে, ৫ অক্টোবর সন্ধ্যায় ‘সোলজার’-এর ফার্স্ট লুক উন্মোচন করা হবে।
লাফিং এলিফেন্ট প্রযোজিত ছবিটি পরিচালনা করছেন বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ। দেশপ্রেম ও অ্যাকশন ঘরানার গল্পে নির্মিত ‘সোলজার’-এ শাকিব-তিশা ছাড়াও অভিনয় করবেন তারিক আনাম খান, এবিএম সুমন ও জান্নাতুল ফেরদৌস ঐশী।
ছবিটি চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ডিআর/এসএসকে

