Logo

বিনোদন

আমাকে মেরে রিয়া মণিকে বিয়ে করতে চায় ম্যাক্স অভি : হিরো আলম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৬:০২

আমাকে মেরে রিয়া মণিকে বিয়ে করতে চায় ম্যাক্স অভি : হিরো আলম

সম্প্রতি রাজধানীর আফতাবনগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলার ঘটনায় নতুন মোড় এসেছে। হামলার পর কিছুটা সুস্থ হয়ে এবার মামলা করেছেন তিনি। অভিযোগের তীর তুলেছেন আরেক কনটেন্ট ক্রিয়েটর মিথিলা, তার স্বামী চমন, তার ভাই এবং ম্যাক্স অভি ওরফে রিয়াজ অভির বিরুদ্ধে।

জানা গেছে, গত ৪ অক্টোবর (শনিবার) হামলার স্থল আফতাবনগরে গিয়ে পরিদর্শন শেষে থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন হিরো আলম। মামলায় মিথিলাকে ১ নম্বর আসামি এবং ম্যাক্স অভিকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

হিরো আলম গণমাধ্যমে দাবি করেছেন, ‘মিথিলা ও তার স্বামী আমাকে মারতে চায়। আর ম্যাক্স অভিও আমাকেও মেরে ফেলতে চায়। কারণ, সে রিয়া মণিকে বিয়ে করতে চায়— এই কথা সে একাধিক ভিডিওতেও বলেছে। আমাকে সরাতে পারলে সে তার পথ পরিষ্কার ভাবছে।’

উল্লেখ্য, কয়েকদিন আগে আফতাবনগরে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত হিরো আলমের ওপর হামলা চালায়। বেধড়ক মারধরের পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন।

এই ঘটনার পর থেকে অনলাইন জগতে ফের আলোচনায় উঠে এসেছেন হিরো আলম— যেখানে সমবেদনা, সমালোচনা আর বিতর্ক চলছে সমান তালে।

ডিআর/এসএসকে/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হিরো আলম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর