Logo

বিনোদন

ঝিকিমিকি স্কার্টে উচ্ছ্বল জয়া আহসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৬:৩৬

ঝিকিমিকি স্কার্টে উচ্ছ্বল জয়া আহসান

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও মুগ্ধ করলেন তার ভক্তদের। রোববার বিকেলে নিজের ফেসবুক পেজে তিনি প্রকাশ করেছেন এক নতুন ছবি, যেখানে তাকে দেখা যাচ্ছে নীলচে আলো আর গ্ল্যামারাস মুডে।

ছবিটিতে জয়াকে দেখা যাচ্ছে সাদা টি-শার্ট, হালকা নীল জ্যাকেট এবং ঝিকিমিকি স্কার্টে। মুখে মিষ্টি হাসি, আর ভঙ্গিমায় নাচের উচ্ছ্বাস— যেন জীবনকে উপভোগ করার এক মুহূর্ত। 

পোস্টে তিনি কোনো লেখা দেননি, শুধু দুটি রিয়েক্ট ইমোজি (💙💜) ব্যবহার করেছেন। অথচ সেই দুই রঙের ইমোজিই যেন ছবির রঙে মিশে এক অনন্য আবহ তৈরি করেছে।

ছবিটি প্রকাশের পর মুহূর্তেই ভক্তদের ভালোবাসা ও প্রশংসার বন্যা বইছে মন্তব্য বিভাগে। কেউ লিখছেন ‘চির তরুণী জয়া’, কেউ বা বলছেন ‘আপনার হাসিই অনুপ্রেরণা।’ কেউ বলছেন, ‘বিউটিফুল একটি হাসি’।

স্টাইল ও ক্যারিশমায় বরাবরের মতো এবারও সবাইকে মুগ্ধ করেছেন জয়া আহসান।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন জয়া আহসান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর