আমি অন্য কারও লিখে দেওয়া স্ক্রিপ্টে বাঁচার জন্য জন্মাইনি : বাঁধন

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৭:০৯
-68e251ec18819.jpg)
বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন আবারও নিজের ভেতরের শক্তি ও নারীত্বের সাহসী উপলব্ধি প্রকাশ করেছেন এক আবেগঘন ইংরেজি কবিতায়, যার শিরোনাম— “The Society and an Uncomfortable Woman.”
বাঁধন তার লেখায় জানিয়েছেন, জীবনের অনেকটা সময় তিনি সমাজ, পরিবার ও অন্যদের প্রত্যাশা পূরণের চেষ্টায় কাটিয়েছেন। তিনি চেয়েছিলেন ‘সবাই যে মেয়েটিকে চায়’— সেই বাধ্য, শান্ত, সবার মন রক্ষাকারী নারী হতে। কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয়েছেন, আর সেই ব্যর্থতার জন্যই তিনি আজ নিজের কাছে কৃতজ্ঞ।
তার ভাষায়, ‘আমি ব্যর্থ হয়েছি, আর সেই ব্যর্থতার জন্য আমি নিজেকেই ধন্যবাদ দিই। কারণ আমি অন্য কারও লিখে দেওয়া স্ক্রিপ্টে বাঁচার জন্য জন্মাইনি।’
বাঁধনের এই আত্মস্বীকৃতি কেবল ব্যক্তিগত অনুভূতি নয়, বরং সমাজে নারীর অবস্থান নিয়ে এক গভীর বার্তা। তিনি লিখেছেন, ‘আমার কথা মানুষকে অস্বস্তিতে ফেলে, আমার কাজ মেলে না তাদের স্বস্তির সীমার সঙ্গে। আমি জানি, আমাকে সামলানো সহজ নয়, কিন্তু আমি নিষ্ঠুর নই।’
চল্লিশের পর জীবনের প্রতি এক পরিণত দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। নিজের জীবনের পথচলা নিয়ে বাঁধন লিখেছেন, ‘আমি এখন আমার মতো করে বাঁচি— স্বাধীনভাবে, সৎভাবে, নির্লজ্জভাবে। যদি এতে কারও অস্বস্তি হয়, তারা আমাকে উপেক্ষা করুক, ব্লক করুক, ঘৃণা করুক— আমি সত্যিই পরোয়া করি না।’
নারীর আত্মমর্যাদা ও আত্মস্বীকৃতির এই বার্তায় অনেকেই খুঁজে পেয়েছেন প্রেরণা। সামাজিক মাধ্যমে ভক্ত ও সহকর্মীরা তার লেখাটিকে বলেছেন ‘নারী স্বাধীনতার এক শক্তিশালী ম্যানিফেস্টো।’
লেখার শেষে আজমেরী হক বাঁধন নিজেকেই ভালোবাসার বার্তা দিয়েছেন— ‘আমি তোমাকে ভালোবাসি, আজমেরী হক বাঁধন— সেই নারীটিকে, যাকে তুমি অবশেষে হতে পেরেছো।’
ডিআর/এসএসকে