
এই সময়ের জনপ্রিয় তরুণ নির্মাতা রুবেল আনুশ বরাবরই নতুন তারকাদের নিয়ে কাজ করতে পছন্দ করেন। এখনকার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনিকে তার ক্যারিয়ারের শুরুর দিকে যারা ব্রেক দিয়েছিলেন তাদের মধ্যে রুবেল আনুশ অন্যতম নির্মাতা। তার হাত ধরে আরও অনেক নতুন জুটিরই আগমন ঘটেছে।
এবার রুবেল আনুশ দর্শকদের উপহার দিলেন নতুন জুটি- নাওভি ও নিশিকে। তাদের নিয়ে এর আগে ‘রুপ’ নামের একটি নাটক নির্মাণ করেছিলেন। এনটিভিতে প্রচার হওয়া নাটকটি ইতোমধ্যেই দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।
বেশ কিছুদিন আগে আরও একটি নাটক নির্মাণ করেছেন এই জুটিকে নিয়ে। ‘মায়াবী’ নামের এই নাটকটি আগামী ৯ অক্টোবর এনটিভিতে প্রচারিত হবে।
পরিচালক রুবেল আনুশ বাংলাদেশের খবরকে জানান, ‘গত মাসে নবাবগঞ্জে শুটিং হয়েছে ‘মায়াবী’ নাটকের। গল্পে দেখা যাবে, ফেরারি আসামী ফরিদ হুট করে তার এক বাবার বন্ধুর বাড়িতে উঠে। কাউকে সে জানায় না সে এক মামলার আসামী। তার বাবা’র বন্ধুর মেয়ের সাথে তার একটা সখ্যতা গড়ে উঠে। কিন্তু হঠাৎ একদিন ফরিদকে পুলিশ ধরে নিয়ে যায়।’
নতুন মুখ নাওভি ও নিশিকে নিয়ে রুবেল আনুশ বলেন, ‘নিশী অভিনেত্রী হিসেবে দারুণ। নতুন হিসেবে ভালো করছে। নাওভি নতুন হলেও সে চরিত্র ধরতে পারে। জুটি হিসেবে ওরা ভাল করবে। রূপ নাটকে এই জুটির রেসপন্স ভালো ছিল। এদের নিয়ে আরও কিছু কাজ করার পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, আমি আসলে এই দুইজনকে জুটি হিসেবে দেখতে চাই। আমি চাচ্ছি- তারা জুটি হিসেবে ইন্ডাস্ট্রিতে নিজেদের অবস্থান তুলে ধরুক।’
এসএসকে/