জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায়। সম্প্রতি তিনি মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়েছেন। সেই অনুষ্ঠানে বলা নানা বক্তব্য ঘুরে ফিরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এবার উপস্থাপক রুম্মান রশিদ খানের সঙ্গে সেই পডকাস্টের ইউটিউব লিংক শেয়ার করে পরীমণি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার জীবনে কোন কিছু ভুল না। সব কিছুই একটা অভিজ্ঞতা... জী, Enjoy the Podcast!❤️’
পরীমণির এই সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ স্ট্যাটাস মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। ভক্তরা তার এই আত্মবিশ্বাসী বক্তব্যকে ‘পরিণত পরীমণি’র প্রতিচ্ছবি হিসেবে দেখছেন।
সম্প্রতি প্রচারিত পডকাস্ট পর্বে নায়িকা নিজের জীবনের নানা অভিজ্ঞতা, সংগ্রাম, মাতৃত্ব, ক্যারিয়ার এবং নিজের বদলে যাওয়া ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। সেখানে তিনি জানান, এখন তিনি অনেক ভেবেচিন্তে কাজ করেন এবং জীবনের প্রতিটি অধ্যায়কে দেখেন অভিজ্ঞতা হিসেবে।
ভক্তদের উদ্দেশে পরীমণির এই নতুন বার্তা যেন তার জীবনের নতুন অধ্যায়েরই ইঙ্গিত বহন করছে— যেখানে তিনি নিজেকে ভালোবেসে, নিজের ভুল-সঠিক মিলিয়ে নতুন আলোয় নিজেকে দেখছেন।
ডিআর/এসএসকে

