দেশের শীর্ষ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স পা রাখছে প্রতিষ্ঠার ২১তম বছরে। এ উপলক্ষে দর্শকদের জন্য থাকছে দারুণ এক চমক— একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি!
আগামী ৮ অক্টোবর সারাদিনজুড়ে স্টার সিনেপ্লেক্সের সব শাখায়, সব শোতে এবং সব সিনেমার ক্ষেত্রেই এই অফার প্রযোজ্য থাকবে। অর্থাৎ, দর্শক একটি টিকিট কিনলেই সঙ্গে আরেকটি টিকিট ফ্রি পাবেন— যা একসঙ্গে সিনেমা দেখার আনন্দকে দ্বিগুণ করবে।
এই তথ্যটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ। তিনি লিখেছেন, ‘স্টার সিনেপ্লেক্সের ২১ বছর পূর্তিতে দর্শকদের জন্য বিশেষ উপহার! ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সকল শাখায়, সকল শোতে, যে কোনো সিনেমার জন্য একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন দর্শকরা।’
২০০৪ সালে রাজধানীর বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করেছিল স্টার সিনেপ্লেক্স। দুই দশকেরও বেশি সময় ধরে দেশের চলচ্চিত্র সংস্কৃতিতে আধুনিক প্রেক্ষাগৃহের ধারা চালু করে প্রতিষ্ঠানটি এখন ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে শাখা বিস্তার করেছে। সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি আগামীকাল পা রাখতে যাচ্ছে ২১ বছরে।
ডিআর/এসএসকে

