Logo

বিনোদন

শাকিব খানের ৩৩ সেকেন্ডের চমক!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ২০:৩৩

শাকিব খানের ৩৩ সেকেন্ডের চমক!

ঢালিউডের আলোচিত সিনেমাগুলোর তালিকায় এখন সবচেয়ে বেশি যে নামটি ঘুরছে, তা হলো ‘সোলজার’। কয়েক মাস ধরে এই সিনেমাকে ঘিরে চলছে তুমুল আলোচনা, কৌতূহল আর প্রত্যাশা। অবশেষে আজ প্রকাশ হলো সিনেমাটির ফার্স্টলুক ট্রেলার, আর তাতেই যেন ভক্তদের হৃদয়ে নতুন করে আগুন জ্বেলে দিলেন শাকিব খান।

মাত্র ৩৩ সেকেন্ডের ট্রেলার, কিন্তু দৃশ্যপটে তার প্রভাব গভীর। শুরুতেই দেখা যায় ঘড়ির কাঁটা, উড়ন্ত হেলিকপ্টার আর বাংলাদেশের পতাকা—  যেন এক অজানা যুদ্ধের ইঙ্গিত। কিছু মুহূর্তের অ্যাকশন দৃশ্যের পর পর্দায় আবির্ভাব ঘটে শাকিব খানের, একদম ভিন্ন এক চেহারায়। তিনি শুধু নায়ক নন, যেন সাধারণ মানুষের প্রতীক— যিনি লড়ছেন অন্যায়ের বিরুদ্ধে।

ট্রেলারে শাকিবের কণ্ঠে উচ্চারিত একটি সংলাপ ইতিমধ্যেই ভাইরাল, ‘তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি?’ এই একটি লাইনেই যেন পুরো সিনেমার দর্শন।

নির্মাতা সাকিব ফাহাদ বলেন, ‘সোলজার’ কেবল যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়, বরং এমন এক প্রজন্মের কাহিনি, যারা ন্যায়ের পক্ষে দাঁড়ায়, সত্যের জন্য লড়ে যায়। আমাদের প্রত্যেকের ভেতরেই একজন সোলজার আছে— যে প্রতিদিন নিজের অবস্থান থেকে সংগ্রাম করে।’

তিনি আরও যোগ করেন, ‘এই সিনেমা কেবল লড়াইয়ের নয়, এটি আশার গল্প। আমরা চাই দর্শকরা নিজেদের ভেতরের যোদ্ধাকে চিনে নিক।’

নিজের চরিত্র নিয়ে শাকিব খান জানান, ‘আমি চেষ্টা করেছি এমন একটি চরিত্রে কাজ করতে, যা দর্শককে ভাবাবে। এখানে শুধু অ্যাকশন নয়, আছে আবেগ, অনুপ্রেরণা এবং আত্ম-আবিষ্কারের বার্তা। আমার বিশ্বাস, দর্শক ‘সোলজার’-এ নিজেকে খুঁজে পাবেন।’

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত ‘সোলজার’-এর শুটিং চলছে পূর্ণোদ্যমে। প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, পরিকল্পনা অনুযায়ী সব কিছু এগোলে এই সিনেমা বাংলা চলচ্চিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

চলচ্চিত্রটিতে শাকিব খানের বিপরীতে আছেন তানজিন তিশা, পাশাপাশি অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, ও জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে। সিনেমাটির চিত্রগ্রহণ করছেন কামরুল হাসান খসরু।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন শাকিব খান চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর