Logo

বিনোদন

২৬ বছর আগে একদিন বৃষ্টি নেমেছিল আমাদের মফস্বল শহরে

সুদীপ্ত সাইদ খান

সুদীপ্ত সাইদ খান

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৬:০৪

২৬ বছর আগে একদিন বৃষ্টি নেমেছিল আমাদের মফস্বল শহরে

আমরা তখন এক মফস্বল শহরের বাসিন্দা। ২৬ বছর আগে একদিন সেই শহরটি সারাদিন কেঁদেছিল। হ্যাঁ, দিনটি ছিল ১৯৯৮ সালের ৮ অক্টোবর। জামালপুর শহরে সেদিন সারা দিন বৃষ্টি ছিল। আর বিটিভিতে দেখানো হচ্ছিল নায়ক জসিমকে। হ্যাঁ, সদ্য প্রয়াত নায়ক জসিম। ভক্তরা টিভি সেটের সামনে কেউ কেউ কেঁদেছিল। প্রিয় নায়কের অকস্মাৎ মৃত্যু। খলনায়ক থেকে নায়ক হয়ে যাওয়া জসিম মিশে ছিলেন সংগ্রামী মানুষের ঘামে আর রক্তে। জসিমের পর মেহনতি মানুষের নায়ক হতে পেরেছিলেন মান্না।

মূলত জসিমের মৃত্যুই মান্নার উত্থানে বিরাট ভূমিকা পালন করেছে। তো নব্বই দশকের মেহনতি মানুষের নায়ক জসিমের পরলোক গমনের ২৬ বর্ষা পেরিয়ে গেল।

উইকিপিডিয়া বলছে, নায়ক জসিম ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম আবদুল খায়ের জসিম উদ্দিন।

১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে একজন সৈনিক হিসেবে দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। ১৯৭২ সালে চলচ্চিত্রে পা রাখেন জসিম। ‘দেবর’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। পরে দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ চলচ্চিত্রে খলনায়কের অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। ১৯৮২ সালে ‘সবুজ’ সাথী চলচ্চিত্রে প্রথমবার নায়ক হিসেবে হাজির হন। এরপর অসংখ্য সিনেমায় জসিমের দুর্দান্ত অভিনয় সব শ্রেণি পেশার মানুষের মন জয় করতে সক্ষম হন। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণে সবাইকে কাঁদিয়ে চলে যান তিনি।

চলুন তার সম্পর্কে জানা যাক আরও কিছু-

জসিম প্রখ্যাত অভিনেতা আজিমের হাত ধরে রূপালি জগতে আসেন। তাঁর অভিনীত প্রথম সিনেমা ছিল 'দেবর'। তবে, তিনি 'মোকাবেলা' সিনেমায় অভিনয়ের মাধ্যমে নায়ক হিসেবে পরিচিতি লাভ করেন।

জসিম তাঁর দীর্ঘ চলচ্চিত্র জীবনে নায়ক এবং খলনায়ক উভয় ভূমিকাতেই অভিনয় করেছেন। তিনি ৭০টিরও বেশি সিনেমায় খলনায়কের ভূমিকায় এবং ১২০টিরও বেশি সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেন।

বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকশন ধারার প্রবর্তক হিসেবে জসিমের অবদান অনস্বীকার্য। তার হাত ধরেই দেশে ‘ফাইটিং গ্রুপ’ এর শুরু হয়েছিল।

১৯৭৭ সালে দেওয়ান নজরুলের 'দোস্ত দুশমন' সিনেমার মাধ্যমে জসিম ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন। এটি ছিল সাড়া জাগানো হিন্দি ছবি 'শোলে'-এর রিমেক। এই ছবিতে তিনি ভারতীয় খলনায়ক আমজাদ খানের করা বিখ্যাত 'গাব্বার সিং' চরিত্রটিতে অভিনয় করেন। আমজাদ খান নিজেও জসিমের এই চরিত্রের ভূয়সী প্রশংসা করেছিলেন।

স্বাধীনতার পর আধুনিক বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই অ্যাকশন নায়কের অবদান চিরস্মরণীয়। চলচ্চিত্র শিল্পে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) তাঁর নামে একটি ফ্লোরের নামকরণ করা হয়।

জসিম তাঁর শক্তিশালী অভিনয় এবং স্বতন্ত্র স্টাইল দিয়ে আজও দর্শকের হৃদয়ে বেঁচে আছেন।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর