Logo

বিনোদন

ভারতীয় ভিসা জটিলতা, কলকাতার সিনেমা থেকে বাদ তানজিন তিশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৬:৫৪

ভারতীয় ভিসা জটিলতা, কলকাতার সিনেমা থেকে বাদ তানজিন তিশা

কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন অভিনেত্রী তানজিন তিশা। শোনা যাচ্ছিল, তিনি পা রাখছেন চলচ্চিত্রে— তাও আবার কলকাতার সিনেমায়! ‘ভালোবাসার মরশুম’ নামে সেই সিনেমায় তার বিপরীতে অভিনয়ের কথা ছিল ‘থ্রি ইডিয়টস’-খ্যাত বলিউড অভিনেতা শরমন যোশির। ছবিটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা এম এন রাজ।

সিনেমাপাড়ায় খবর ছড়ায়, ঢাকার অভিনেতা খায়রুল বাসারও সিনেমাটিতে যুক্ত হচ্ছেন। তবে পরে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে জানিয়ে দেন— ছবিতে থাকছেন না।

এরপর নতুন খবর— তানজিন তিশাও বাদ পড়েছেন সেই ভারতীয় সিনেমা থেকে! প্রযোজনা দলের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘তিশা ভিসা জটিলতায় পড়েছেন। তাই নির্ধারিত সময়ে শুটিংয়ে অংশ নিতে পারছেন না। এজন্যই টিম তাকে বাদ দিয়েছে।’

জানা গেছে, তিশার জায়গায় ইতোমধ্যে নতুন একজন অভিনেত্রীকে নির্বাচিত করেছে প্রযোজনা সংস্থা। তার পরিবর্তে চরিত্রটিতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা, যিনি সম্প্রতি পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আলোচনায় এসেছেন।

তবে তানজিন তিশার ভক্তদের মন খারাপ করার সুযোগ নেই। কারণ, এবার তিনি আসছেন দেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে! ‘সোলজার’ নামের সিনেমাটিতে শাকিবের নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হবে তানজিন তিশার। ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ— এটি নির্মাতার প্রথম সিনেমা।

ইতোমধ্যে ছবির শুটিং শুরু হয়েছে, আর জানা গেছে, আগামী সপ্তাহেই শুটিংয়ে যোগ দেবেন তিশা। নির্মাতার পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে।

তানজিন তিশার একাধিক নাটক ও ওয়েব সিরিজ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এবার বড়পর্দায় তার অভিষেককে ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহও তুঙ্গে।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন তানজিন তিশা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর