Logo

বিনোদন

পরীর ছোট্ট রাজপুত্র ‘পদ্মফুল’ এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৭:২৮

পরীর ছোট্ট রাজপুত্র ‘পদ্মফুল’ এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর!

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায়— তবে এবার নিজের নয়, ছেলে পদ্ম’র কারণে। বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে একাধিক ছবি শেয়ার করে তিনি জানান, তার ছেলে রাজ্য এখন হয়ে গেছে একটি ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। হ্যাঁ, পরীমণি তার ফ্যাশন হাউস ‘বডি’র নতুন অ্যাম্বাসেডর হিসেবে রাজ্যর নাম ঘোষণা করেছেন।

পরীমণি ফেসবুক পোস্টে লেখেন, ‘Introducing our brand ambassador of BODY – বড়ি 🌸 #PRIOM ✨’ 


ছবিতে দেখা যায়, রাজ্য মিষ্টি হাসি মুখে মেকআপ ব্রাশ হাতে ক্যামেরার সামনে পোজ দিচ্ছে। মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। দুই ঘণ্টার মধ্যেই লাইক পড়ে ৪২ হাজারের বেশি, কমেন্টে ভরে যায় শুভেচ্ছায় ও ভালোবাসায়।


একই দিনে আরেকটি পোস্টে পরী লেখেন, ‘সৃজনশীল কিছু জিনিস বাই বর্ন হয়ে থাকে। আমার এই ছোট বাচ্চাটাও তাই। ক্যামেরা ওর জন্য নতুন কিছু না। খুব ছোট থেকেই তো মায়ের শুটিং দেখে বড় হচ্ছে সে।’

তিনি আরও বলেন, ‘মনোযোগ দিয়ে ডিরেকশন শোনে, বোঝার চেষ্টা করে এবং সে তার বেস্টটা করে দেখায়। মাশাআল্লাহ, আমার পদ্মফুলকে আপনাদের ভালোবাসায় রাখবেন।’


ছবিগুলোতে দেখা যায়, রাজ্যকে বেশ আন্তরিকভাবে সাজিয়ে দিচ্ছেন কেউ, আর পরীমণি দূর থেকে হাসিমুখে সন্তানের দিকে তাকিয়ে আছেন।

রাজ্য ও পরীমণির এই নতুন অধ্যায় নিয়ে নেটিজেনদের ভালোবাসা উপচে পড়ছে মন্তব্যে। কেউ লিখেছেন, ‘রাজ্য তো একেবারে স্টার ম্যাটেরিয়াল’, আবার কেউ লিখেছেন, ‘মায়ের মতোই আত্মবিশ্বাসী।’

উল্লেখ্য, পরীমণি নিয়মিতই ছেলের ছবি ও মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়। এবার সেই রাজ্যই মা’র মতো আলোচনার কেন্দ্রবিন্দুতে। 


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন পরীমণি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর