‘ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমি আর কোনো কিছু বলতে চাই না’
একান্ত সাক্ষাৎকারে অপু বিশ্বাস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২১:২৭

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে সিনেমায় কম কাজ করলেও ব্রান্ড প্রমোশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নানা বিষয়ে তিনি কথা বললেন বাংলাদেশের খবরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান।
বাংলাদেশের খবর : কিছুদিন আগে আব্রাম খান জয়ের জন্মদিনে শাকিব খানের বাসায় গিয়েছিলেন। অনেকদিন পর শাকিব খানের সঙ্গে আপনার দেখা। সময় কেমন কাটিয়েছেন- অনুভূতি জানতে চাই…
অপু বিশ্বাস : আমি গিয়েছিলাম মূলত জয়ের বার্থডেকে কেন্দ্র করে। সেই অনুভূতি জয় ভালো বলতে পারবে। কারণ আনন্দ তো তার ছিল।
বাংলাদেশের খবর : শাকিব খানের সঙ্গে সময় কেমন কাটল?
ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমি আর কোনো কিছু বলতে চাই না। সোশ্যাল মিডিয়াতে শুধু সোশ্যালাইজড যে কাজগুলো আমার হবে, মানে একজন অপু বিশ্বাসকে আপনারা বা দর্শকরা যে জায়গা থেকে চেনেন, যে জায়গাটা সৃষ্টি হয়েছে একটা লং টাইমের- সেই জায়গা থেকে যতটুকু দরকার ততটুকুই বলব। আমি চিন্তা করছি যে আমি দর্শকদের সঙ্গে আমার গণ্ডিটা ওই পর্দা পর্যন্তই রাখবো। পর্দার বাইরের আমাকে নিয়ে আমি আর তেমন কিছু বলব না।
বাংলাদেশের খবর : ব্রান্ড ওপেনিংয়ে আপনাকে দেখা যাচ্ছে ইদানিং। সিনেমায় সেভাবে দেখছি না, কাজের কি খবর আপনার?
অপু বিশ্বাস : মাঝে মাঝে ব্রান্ড ওপেনিং করছি। আর সিনেমা নিয়েও কথা চলছে। দেখা যাক- কনফার্ম হওয়ার পরে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আমি বিষয়টা তুলে ধরবো।
বাংলাদেশের খবর : পুরো ইন্ডাস্ট্রি কেমন যেন বসে আছে, কাজ নেই। একটা সংকটময় মুহুর্ত কাটাচ্ছে সবাই। এইটা নিয়ে আসলে আপনি কি ভাবছেন?
অপু বিশ্বাস : প্রথমত কথা হচ্ছে যে, এখন তো ইন্ডাস্ট্রি নিয়ে ভাবার মতোই মানুষগুলো নেই। কেউ ভাবেও না। ফলে ইন্ডাস্ট্রিও থেমে গেছে। আর এখন প্রচারণার জায়গাটা মানুষের হাতে হাতে হয়ে গেছে, কোনোকিছুর জন্যই ওয়েট করতে হয় না। একসময় আমিও কাভারেজের জন্য আপনাদের মতো সাংবাদিক ভাই-বোনদের জন্য ওয়েট করেছি যে আমার প্রচারণাটা যেন করা হয়, আমি যেন দর্শকদের কাছাকাছি যাই।
তো এখন প্রচারণা হাতের মুঠোয় চলে এসেছে। সবাই সহজে সবার কাছে পৌঁছে যাচ্ছে। অনলাইনে অনেক বেশি কাজ হচ্ছে। এখন সবাই কাজ করতে পারছে। দ্রুত স্টার তকমা পাচ্ছে। কিন্তু স্টারইজমটা কি সেটা অনেকেই বুঝতে পারছে না। বা স্টারইজমের ব্যাখ্যাটাও খুব একটা কেউ জানে কিনা- আমি জানি না। ওভারঅল সার্বিক সব কিছু মিলিয়ে আসলে জিনিসটা থমকে গেছে।
বাংলাদেশের খবর : এই সংকট থেকে উত্তরণের উপায় কি?
এই সংকট থেকে কিভাবে উত্তরণ ঘটবে- যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আরো বিশেষজ্ঞ মানুষরা থাকতেন তাহলে ভালো হতো। বিগত দিনে আমি যখন কাজ করেছি তখন রাজ্জাক, কবরী, ববিতার মতো গুণী মানুষদের পেয়েছি। তারা আমাদের শিখিয়েছে যে একজন নায়িকাকে কেমন হওয়া দরকার, কিভাবে চলা দরকার। এখন কেউ এসব নিয়ে সিনিয়রদের কাছে জিজ্ঞাসা করে না, আমাদের কাছ থেকে তো কোনো কিছু জানতে চায় না- আবার ওই জানানোর জায়গাটাও আসলে সৃষ্টি হয় না। তারপরেও আমি চাইবো যে এখন অনেকেই নতুন কাজ করতে আসছে। তারা যেন ভালো কাজ করে। তারা যেন তাদের মেধাগুণে ইন্ডাস্ট্রিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, সেই শুভকামনা থাকবে।
এসএসকে/