নতুন লুকে শাকিব খান, ‘সোলজার’ নিয়ে তোলপাড় নেটদুনিয়ায়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৬:১১
					অবশেষে ভক্তদের জল্পনার অবসান ঘটিয়ে নতুন সিনেমার নতুন লুক নিয়ে হাজির হলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। ‘সোলজার’ শিরোনামের এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশের সাথে সাথেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় উঠেছে। ভিন্ন এক শাকিব খানকে দেখে উচ্ছ্বসিত তার অগণিত ভক্ত ও অনুরাগী।
শুক্রবার বিকেলে শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ‘সোলজার’ সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। পোস্টারে গোঁফ এবং তীক্ষ্ণ চাহনিতে এক দৃঢ়চেতা ও রহস্যময় রূপে দেখা গেছে এই মেগাস্টারকে। ছবির টাইটেল এবং শাকিব খানের অভিব্যক্তি একটি অ্যাকশনধর্মী সিনেমার ইঙ্গিত দিচ্ছে। পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘Your Soldier At Your Service!’ (আপনাদের সেবায় আপনাদের সৈনিক)।
সিনেমাটি পরিচালনা করছেন শাকিব ফাহাদ, যা পোস্টার থেকেই জানা গেছে। পোস্টটি শেয়ার করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তাতে লক্ষাধিক প্রতিক্রিয়া পড়ে এবং হাজার হাজার ভক্ত তাদের মন্তব্য ও শেয়ারের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। কমেন্ট বক্সে উপচে পড়ছে প্রশংসা।
সুমন খান নামের একজন অনুরাগী লিখেছেন, ‘আমাদের মেগাস্টার, আমাদের গর্ব।’
মাসুদ রানা নকীব নামের আরেক ভক্ত আগুনের ইমোজি দিয়ে লিখেছেন, ‘পুরাই ভয়াবহ! আগুন আগুন আগুন।’ ভক্তদের এমন হাজারো ইতিবাচক মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স, যা সিনেমাটি ঘিরে ব্যাপক প্রত্যাশার প্রমাণ দেয়।
তবে ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে থাকছেন তানজিন তিশা। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শুটিং।
আপাতত ফার্স্ট লুকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন শাকিব খান এবং তার ‘সোলজার’। ভক্তরা এখন সিনেমাটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ডিআর/এসএসকে

