Logo

বিনোদন

কাকে বিয়ে করতে যাচ্ছেন থালাপতি বিজয়ের সাবেক প্রেমিকা তৃষা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১৮:২০

কাকে বিয়ে করতে যাচ্ছেন থালাপতি বিজয়ের সাবেক প্রেমিকা তৃষা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন এবার জীবনের নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছেন। টলিউড ও কোলিউডের পর্দা কাঁপানো এই অভিনেত্রী নাকি খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন— এমন খবরেই সরগরম ভারতীয় গণমাধ্যম।

৪২ বছর বয়সী এই তারকার প্রেমজীবন নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। একসময় তার নাম জড়িয়ে ছিল অভিনেতা থালাপতি বিজয় এবং ব্যবসায়ী বরুণ মানিয়ান–এর সঙ্গে। তবে এবার খবর আসছে, তৃষা বিয়ের জন্য মন দিয়েছেন এক চণ্ডীগড়ের ব্যবসায়ীকে, যিনি মূলত অস্ট্রেলিয়ায় ব্যবসা শুরু করে পরে ভারতে সেটির শাখা খুলেছেন।

দ্য সিয়াসাত ডেইলি-এর প্রতিবেদনে বলা হয়, তৃষার পরিবার এই সম্পর্কের প্রস্তাবে সম্মতি জানিয়েছে। দুই পরিবার নাকি বহুদিন ধরেই একে অপরের পরিচিত। যদিও এখন পর্যন্ত তৃষা বা তার পরিবারের কেউ আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেননি।

অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, বিয়ের তারিখ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ দিকেই আয়োজন হতে পারে চেন্নাই বা ব্যাঙ্গালুরুতে।

এর আগেও তৃষা বিয়ে নিয়ে একাধিকবার সংবাদ শিরোনাম হয়েছিলেন। ২০১৫ সালে তিনি উদ্যোক্তা বরুণ মানিয়ানের সঙ্গে বাগদান করেছিলেন, কিন্তু কয়েক মাসের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। শোনা যায়, বিয়ের পরও অভিনয় চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তৃষা, যা পছন্দ হয়নি বরুণের পরিবারের।

তৃষা এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘বিয়ে নিয়ে আমার কোনো অস্বস্তি নেই। আমি শুধু সঠিক মানুষটার জন্য অপেক্ষা করছি। এখনও সময় আসেনি, তাই তাড়াহুড়োর কিছু নেই।’

অন্যদিকে, থালাপতি বিজয়–এর সঙ্গে তার ঘনিষ্ঠতার গুঞ্জন একসময় দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। দুজন একসঙ্গে অভিনয় করেছিলেন একাধিক হিট ছবিতে— ঘিলি (২০০৪), তিরুপাচি (২০০৫), আথি (২০০৬) এবং কুরুভি (২০০৮)।

‘কুরুভি’-এর পর তাদের দূরত্ব বাড়লেও, ২০২৩ সালে ‘লিও’ সিনেমার মাধ্যমে আবারও জুটি বেঁধেছিলেন তারা। তৃষা পরবর্তীতে বিজয়ের ২০২৪ সালের সিনেমা দ্য গ্রেটেস্ট অফ অল টাইম (GOAT)–এর একটি গানেও হাজির হয়েছিলেন।

উল্লেখ্য, থালাপতি বিজয় ১৯৯৯ সালে সঙ্গীতা সর্নালিঙ্গমকে বিয়ে করেন। তাদের দুই সন্তান— জেসন সঞ্জয় ও দিব্যা সাশা।

তৃষা এখন অভিনয়ের পাশাপাশি বিয়ের প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় পার করছেন বলে জানা গেছে। ভক্তরা এখন একটাই প্রশ্ন করছেন— এই ব্যবসায়ীই কি তবে তৃষার জীবনের ‘সঠিক মানুষ’?

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন থালাপতি বিজয় চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর