অন্ধকারে নিমজ্জিত সমাজে মানবিকতার আলো ছড়ানোর বার্তা নিয়ে মুক্তি পেয়েছে সিনেমা ‘অন্ধকারে আলো’। আনোয়ার সিরাজীর পরিচালনায় চলচ্চিত্রটি আজ ১০ অক্টোবর (শুক্রবার) দেশের ছয়টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে।
‘অন্ধকারে আলো’ সিনেমায় অভিনয় করেছেন রাকিব শিকদার, মুসকান ইসলাম, তিথি চৌধুরী, রেবেকে রউফ এবং জ্যাকি আলমগীরসহ আরও অনেকে।
পরিচালক আনোয়ার সিরাজী বলেন, ‘হতাশাগ্রস্ত মানুষকে আলোর পথে ফিরিয়ে আনার গল্প নিয়েই সিনেমাটি নির্মাণ করেছি। শিল্পীদের অনেকেই নতুন, কিন্তু তারা নিজেদের সেরাটা দিয়েছে। আশা করছি, দর্শকদের মনে সিনেমাটি ইতিবাচক প্রভাব ফেলবে।’
তবে, সিনেমার ট্রেলার প্রকাশের পর নেটিজেনদের প্রতিক্রিয়া কিছুটা মিশ্র। কেউ কেউ ট্রেলারের নির্মাণমান নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ গল্পের বিষয়বস্তুকে সাহসী উদ্যোগ হিসেবে প্রশংসা করেছেন। এখন দর্শকের নজর— ‘অন্ধকারে আলো’ সত্যিই কি অন্ধকার ভেদ করে আলো ছড়াতে পারবে? সেই উত্তর মিলবে প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টারেই।
ডিআর/এসএসকে

