কেন নোবেলের জীবনের প্রথম বিজ্ঞাপনটি আজও প্রচার হয়নি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ২০:৩৮
বাংলাদেশের মডেলিং জগতের বরপুত্র আদিল হোসেন নোবেল— যিনি তিন দশকেরও বেশি সময় ধরে দেশের প্রথম সারির মডেল হিসেবে রাজত্ব করছেন। টেলিভিশনের পর্দায় এখন তাকে নিয়মিত দেখা না গেলেও, করপোরেট জীবনের ব্যস্ততার মাঝেও তিনি মাঝেমধ্যে হাজির হন ভিন্নধর্মী আয়োজন নিয়ে।
সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে অংশ নিয়ে নিজের জীবনের অনেক অজানা গল্প শেয়ার করেছেন নোবেল। সেখানে জানালেন— তার জীবনের প্রথম বিজ্ঞাপনচিত্রটি আজও প্রচার হয়নি! কিন্তু কেন?
নোবেল বলেন, ‘আমার ক্যারিয়ারের প্রথম টিভিসি ছিল একটি কোমল পানীয়ের বিজ্ঞাপন। সে সময় তিনটি ব্র্যান্ডের বিজ্ঞাপন হয়েছিল— ইমরান করেছিল কোকাকোলা, সালমান শাহ ফান্টা, আর আমি করেছিলাম স্প্রাইট। কিন্তু টেকনিক্যাল কারণে শুধু সালমান শাহের বিজ্ঞাপনটি প্রচারিত হয়েছিল। আমারটি হয়নি।’
তবে তিনি যোগ করেন, বিজ্ঞাপনটি প্রচার না হওয়ায় তার কোনো আফসোস নেই। কারণ নিজের কাজ দেখে তিনি সন্তুষ্ট ছিলেন না, তিনি বলেন, ‘আমি নিজেই চাইনি সেটা অনএয়ার হোক। তখনই বুঝে গিয়েছিলাম— ভালো-মন্দের পার্থক্যটা কোথায়। সেই উপলব্ধিই পরবর্তীতে আমাকে গড়ে তুলেছে।’
পডকাস্টে নোবেল আরও জানান, তার মায়ের আপত্তি সত্ত্বেও তিনি মডেলিং শুরু করেছিলেন। তবে প্রতিশ্রুতি দিয়েছিলেন— একদিন মায়ের গর্বের কারণ হবেন। আজ সেই কথা তিনি রেখেছেন।
নোবেল বলেন, ‘কোনো কিছু পেয়ে গেলে ছন্নছাড়া হয়ে যাওয়ার কিছু নেই। নিজের সেলফ কন্ট্রোল মেকানিজম ঠিক থাকলে সবই সম্ভব।’
প্রথম টিভিসি প্রচার না হলেও, পরে আফজাল হোসেনের নির্দেশনায় চায়ের বিজ্ঞাপনচিত্রে কাজ করে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। এরপর থেকে তিনি ধরে রেখেছেন ৩৪ বছরেরও বেশি সময় ধরে দেশের শীর্ষ পুরুষ মডেলের অবস্থান।
উল্লেখ্য, ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের একাদশ পর্বে এই সাক্ষাৎকারটি প্রচার হবে শনিবার (১১ অক্টোবর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে।
ডিআর/এসএসকে

