Logo

বিনোদন

কাকে নকল করলেন শাকিব খান?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ২১:০৩

কাকে নকল করলেন শাকিব খান?

গোঁফ রেখেই যেন আলোচনা বাড়িয়ে দিলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান! শুক্রবার সকালে তার নতুন সিনেমা ‘সোলজার’-এর প্রথম পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। শাকিব খান নিজেই ফেসবুকে প্রকাশ করেছেন তার ‘সোলজার’ ছবির অফিশিয়াল লুক— ক্যাপশনে লিখেছেন, ‘আপনার সৈনিক, আপনার সেবায় নিয়োজিত।’


পোস্টারে দেখা যাচ্ছে সম্পূর্ণ নতুন এক শাকিব খানকে— ঠোঁটের ওপরে ঘন গোঁফ, কঠিন দৃষ্টি, আর মুখে এক রহস্যময় অভিব্যক্তি। যেন যুদ্ধক্ষেত্রে নামার প্রস্তুতিতে এক সৈনিক! এই নতুন লুক প্রকাশের সঙ্গে সঙ্গেই নেটিজেনদের প্রতিক্রিয়া যেন ঝড় তুলেছে অনলাইনে। কেউ বলছেন, ‘এ যেন একদমই অন্যরকম শাকিব!’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘রনবীর কাপুরের মতো লাগছে’।


অনেকেই অভিযোগ তুলেছেন, রনবীর কাপুরকে নকল করেছেন শাকিব খান। আবার এই নায়কের ভক্তরা অনেকেই শাকিব খানের ২২ বছর আগের সিনেমা ‘ওরা দালাল’ ছবির একটি ছবিকে সামনে এনে বলছেন ২২ বছর আগের শাকিবকেই নকল করেছেন আজকের শাকিব। অনুসন্ধানে জানা গেছে, ২০০৩ সালে মুক্তি পাওয়া উত্তম আকাশ পরিচালিত ‘ওরা দালাল’ সিনেমাতে ক্লিন সেভ-গোঁফ লুকে পর্দায় হাজির ছিলেন শাকিব খান। এখন প্রশ্ন উঠেছে, তাহলে কাকে নকল করলেন শাকিব খান? রনবীর কাপুর? নাকি ২২ বছর আগের নিজেকেই! সেই প্রশ্নের উত্তর তার ভক্তরাই দিক।


এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ‘সোলজার’-এর এই নতুন পোস্টারই ট্রেন্ডিংয়ে, কেউ বানাচ্ছেন মিম, কেউ দিচ্ছেন রিঅ্যাকশন ভিডিও, কেউবা লিখছেন প্রত্যাশার কথা। সব মিলিয়ে বলা যায়, শাকিব খানের এই নতুন লুক ‘সোলজার’-এর জন্য তৈরি করেছে তুমুল কৌতূহল ও উত্তেজনা। এখন দর্শকদের অপেক্ষা একটাই-  এই নতুন রূপে পর্দায় কেমন ঝড় তুলবেন শাকিব! 


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন শাকিব খান চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর