Logo

বিনোদন

ডিরেক্টর কখনো আর্টিস্ট পয়দা করতে পারে না : জাহের আলভী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৬:০৩

ডিরেক্টর কখনো আর্টিস্ট পয়দা করতে পারে না : জাহের আলভী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী মাঝে মাঝেই নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরেন সামাজিককে যোগাযোগ মাধ্যমে। এবার পরিচালক ও শিল্পীর সম্পর্ক নিয়ে স্পষ্ট মত জানালেন এই অভিনেতা। শনিবার বিকেলে নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে তিনি জানান— পরিচালক (ডিরেক্টর) কখনোই কোনো শিল্পী সৃষ্টি করতে পারেন না, বরং একজন শিল্পীকে গড়ে তোলার ক্ষেত্রে দিকনির্দেশনা দেন।

আলভী লেখেন, ‘কিছু ডিরেক্টরদের একটা ভুল ধারণা ক্লিয়ার করি। ডিরেক্টর কখনো, কোনোদিন আর্টিস্ট পয়দা করতে পারে না। যদি পারতো, তাহলে পৃথিবীতে আরো ৫০০ শাহরুখ খান, ৫০০ টম ক্রুজ, ৫০০ আল পাচিনো বা জনি ডেপ, অথবা ৫০০ মোশাররফ করিম বা শাকিব খান থাকতো।’

তার মতে, ‘আর্টিস্ট বা শিল্পীসত্তা জন্ম নেয়, এটা স্রষ্টা প্রদত্ত।’ ডিরেক্টর একজন শিল্পীকে কেবল ‘শেপ’ দেন, অর্থাৎ তার প্রতিভাকে পরিশীলিত করে তোলেন।


আলভীর ভাষায়, ‘ডিরেক্টর আর্টিস্টকে শেপ দেয়। ডিরেক্টর হলো একজন আর্টিস্টের জন্য ইনস্টিটিউশন। যে কারণেই উন্নত ইন্ডাস্ট্রিতে ডিরেক্টরকে স্যার বলে সম্বোধন করা হয়।’

শেষে একই কথা তিনি ইংরেজিতেও লেখেন, ‘Director is the shaper of an artist, director is the institution for an artist… director is not a creator of artist. Loud n clear.’

জাহের আলভীর এই বক্তব্যে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। কেউ তার কথার সঙ্গে কেউ একমত হয়েছেন আবার দ্বিমতও জানিয়েছেন।

তবে আলভীর পোস্টটি স্পষ্ট করে দিয়েছে— তিনি বিশ্বাস করেন, ‘একজন শিল্পীর জন্ম হয় মেধা ও সৃষ্টিকর্তার অনুগ্রহে, ডিরেক্টর কেবল সেই প্রতিভাকে পরিপক্ক করে তোলেন।’


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন জাহের আলভী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর