Logo

বিনোদন

জন্মদিনে শুভ্রতায় হাস্যোজ্জ্বল অপু বিশ্বাস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৭:৩৬

জন্মদিনে শুভ্রতায় হাস্যোজ্জ্বল অপু বিশ্বাস

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, যিনি ভক্তদের কাছে ‘ঢালিউড কুইন’ নামে পরিচিত। আজ ১১ অক্টোবর তার জন্মদিন। গত মধ্যরাতে কেক কেটে জন্মদিনের শুরুটা করেন একমাত্র ছেলে আব্রাম খান জয়ের সাথে। সেই মিষ্টি মুহূর্তের ভিডিও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন অপু বিশ্বাস। ভিডিওতে অপু বিশ্বাসকে দেখা যায় সাদা পরীর সাজে। এ যেন শুভ্রতার ছোঁয়ায় অপুর নতুন জন্ম।


এদিকে দুপুরের দিকে অপু বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান ‘সিগনেচার বাই এবি’র কর্মীরা অপুকে সঙ্গে নিয়ে কেক কাটেন। সেখানেও তাকে সাদা পোশাকেই দেখা যায়। এবারের জন্মদিনে অপু বিশ্বাস নিজেকে শুভ্র-পরিচ্ছন্ন রাখার পণ করেছেন কিনা কে জানে!


এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সকাল থেকেই শুভেচ্ছায় ভাসছেন এই তারকা। সহশিল্পী থেকে শুরু করে অনুরাগীরা সবাই জানাচ্ছেন ভালোবাসা ও দোয়া। ভক্ত শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা পোস্টে ছেয়ে গেছে অপু বিশ্বাসের ফেসবুক টাইম লাইন।

১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্ম নেন অপু বিশ্বাস। ২০০৫ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ চলচ্ত্রি দিয়ে পা রাখেন বড় পর্দায়। এরপরের বছর শাকিব খানের সঙ্গে একাধিক সিনেমায় জুটি গড়ে আসেন আলোচনায়। পেয়ে যান তুমুল জনপ্রিয়তাও। 

চলচ্চিত্রে দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে অপু বিশ্বাস নিজেকে প্রমাণ করেছেন একজন সফল অভিনেত্রী হিসেবে। রোমান্স, পারিবারিক ড্রামা কিংবা নারীভিত্তিক চরিত্র— সব জায়গাতেই তিনি রেখে গেছেন নিজের স্বকীয়তা। 

এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন অপু বিশ্বাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর