একই দিনে প্রকাশ পেল সাইফুল বারীর গীতিকথায় দুই গান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৯:০৫
ছবি : বাংলাদেশের খবর
একই দিনে প্রকাশ পেল গীতিকবি সাইফুল বারীর কথায় দুটি গান- ‘প্রাণ বন্ধু’ ও ‘কেমনে মানুষ হবি’। দুটি গানই আলাদা সুর ও ঘরানায় তৈরি হলেও, দুটিতেই রয়েছে জীবনের অনুভব, ভালোবাসা ও মানবিক বার্তার সুর।
‘প্রাণ বন্ধু’ গানটি প্রকাশ পেয়েছে সাউন্ডেক–এর ব্যানারে। এতে কণ্ঠ দিয়েছেন জান্নাত ইসলাম, সুর করেছেন আদনান কবির, আর সংগীতায়োজন করেছেন মারুফ চৌধুরী। এটি একটি মেলোডিয়াস ফোক গান, যেখানে ভালোবাসার নিঃস্বার্থ আত্মত্যাগের গল্প ফুটে উঠেছে গীতিকবি সাইফুল বারীর হৃদয়ছোঁয়া কথায়।
অন্যদিকে, ‘কেমনে মানুষ হবি’ গানটি এসেছে রাজীব শাহ্ মিউজিক ক্লাব লেবেলে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সবার প্রিয় গায়ক রাজীব শাহ্। সুর করেছেন আহমেদ সাকিল, এবং মিউজিক করেছেন মারুফ চৌধুরী। সামাজিক ও মানবিক বার্তায় ভরা গানটি শ্রোতাকে ভাবাবে মানুষ হিসেবে নিজের অবস্থান নিয়ে।
গীতিকবি সাইফুল বারী বলেন, “একদিনে আমার দুটি গান প্রকাশ পাওয়া আমার জন্য বড় আনন্দের। ‘প্রাণ বন্ধু’ ভালোবাসার কথা বলে, আর ‘কেমনে মানুষ হবি’ মানুষ হওয়ার শিক্ষা দেয়। দুটি গানই আমার কাছে জীবনের দুই রঙ।”
তিনি আরও বলেন, “আমি কৃতজ্ঞ সুরকার, শিল্পী ও সংগীত পরিচালকদের প্রতি-তাদের নিবেদনের কারণেই এই গানগুলো শ্রোতার কাছে পৌঁছাতে পারছে।”
- এনআর/এমআই

