Logo

বিনোদন

আমার একটা বয়ফ্রেন্ডও নাই : ফারিন খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২০:১৭

আমার একটা বয়ফ্রেন্ডও নাই : ফারিন খান

মডেল ও চিত্রনায়িকা ফারিন খান। এখন নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আজ এই অভিনেত্রীর জন্মদিন। জন্মদিন ঘিরে বাংলাদেশের খবরের সঙ্গে কথা বললেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান

বাংলাদেশের খবর :  শুভ জন্মদিন আপনাকে। জন্মদিন কেমন কাটছে?

ফারিন খান : জন্মদিন একদমই ফ্যামিলির সঙ্গে কাটছে। আমি অলওয়েজ আমার বার্থডে বা যে কোনও সেলিব্রেশন- যেটাই হোক না কেন, সেটা আমি ফ্যামিলির সঙ্গে কাটাতেই পছন্দ করি; একদম সিম্পল- লাইক বাসায় বিরিয়ানি রান্না করেছি। আমার হাতের বিরিয়ানি সবাই পছন্দ করে বাসায়। তো বার্থডেতে আজকে বিরিয়ানি রান্না করেছি নিজের হাতে। আম্মু আর আমি দুজনে মিলে একটা সুন্দর টাইম কাটাচ্ছি। বিকেলের দিকে একটু প্ল্যান করে বাইরে বের হই। আমার একটাই বেস্ট ফ্রেন্ড আছে ওর সাথে দেখা করবো (মেয়ে বেস্ট ফ্রেন্ড), অ্যান্ড আমার একটা ছোট বোন আছে, খুব কাছের- ওর সাথে দেখা করব। ওদের দু জনের পাশাপাশি আরেকটা ভাই আছে আমার- এই ৩/৪ জন মিলে হয়তো রাতে একসাথে কোথাও বসে ডিনার করব। তারপর বাসায় আসবো এইতো। এখনও পর্যন্ত এতটুকুই প্ল্যান আছে। 


বাংলাদেশের খবর : জন্মদিনে গিফট কী কী পেলেন?

ফারিন খান : আমার একটা মেয়ে ফ্রেন্ড আমাকে একটা গিফ্ট করেছে। আর রাতের মধ্যে কী কী গিফট পাবো জানি না। আমার আরেকটা মেয়ে ফ্রেন্ড আছে সেও আমাকে সবসময় গিফট পাঠায়। তো আমার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে কি গিফট পাবো তা এখনো জানি না- কিন্তু আমি এক্সাইডেট। কারণ ও আমাকে প্রতি বছরই কোনও না কোনও একটা সুন্দর গিফট দেয়। আম্মুও একটা শাড়ি গিফট করছে আমাকে- এইতো। 

বাংলাদেশের খবর : বয়ফ্রেন্ডরা আপনাকে কী কী গিফট করল?

ফারিন খান : বয়ফ্রেন্ডরা মানে অনেকগুলো...হা হা হা। দুঃখজনক হলো আমার একটাও বয়ফ্রেন্ড নাই। সত্যিই আমার একটা বয়ফেন্ডও নাই। ফলে বয়ফ্রেন্ডদের কাছ থেকে আমি কোনও গিফটও পাইনি। শুধু তাই নয়, আমার তো ওইভাবে ছেলে বন্ধুও নেই। তবে দুইটা ছেলে ফ্রেন্ড ছিল- তারাও এখন দেশের বাইরে। লন্ডনে থাকে। আমার স্কুল ফ্রেন্ড। ওরা হয়তো ব্যস্ত আছে, তাই ওদের সাথে আমার কথা হয়নি। হয়তো এখনো ওরা আমাকে  উইশ করার সুযোগ পায় নাই।


বাংলাদেশের খবর : আমরা কি তাহলে বিজ্ঞাপন দিবো যে- ফারিন খানের জন্য বয়ফ্রেন্ড চাই-

ফারিন খান : না, দরকার নাই। বয়ফ্রেন্ড জোগাড় করার আমার একদমই কোনও রকমের ইচ্ছা নাই। বয়ফ্রেন্ডের কাছে চাওয়া-পাওয়াও নাই। ফলে বয়ফ্রেন্ড চেয়ে বিজ্ঞপ্তিও চাই না। কারণ, আমার জীবনে আমার মা আছে, আমার কাছে তিনি সবথেকে বেশি ইমপোর্টেন্ট। ফলে আমার বয়ফ্রেন্ড লাগবে না। কারণ আমার মা-ই আমার বেস্ট ফ্রেন্ড। 


বাংলাদেশের খবর : তাহলে কি বিয়ের জন্য পাত্র খুঁজব?

ফারিন খান : না, না, ভাইয়া। বিয়ে-শাদি নিয়েও এখনি ভাবছি না। আপাতত কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাই।

বাংলাদেশের খবর : সময় দেওয়ার জন্য ধন্যবাদ। জন্মদিন ভালো কাটুক।

ফারিন খান : আপনাকেও ধন্যবাদ।

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন ফারিন খান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর