ফিল্মফেয়ারে রাজত্ব করল ‘লাপাতা লেডিস’, একাই ১৩টি পুরস্কার!

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ২১:৫৭

বলিউডে এ যেন পুরস্কারের ঝড়! ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে একক আধিপত্য বিস্তার করল কিরণ রাও পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিস’। আহমেদাবাদের কাঁকারিয়া লেকের একেএ এরিনায় আয়োজিত জমকালো এই রাতে ছবিটি জিতে নিয়েছে সেরা চলচ্চিত্রসহ মোট ১৩টি পুরস্কার।
গ্ল্যামার, আলো আর তারকাদের উপস্থিতিতে রূপালী পর্দার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উৎসবটি যেন হয়ে উঠেছিল সিনেমা জগতের আনন্দমেলা।
এই রাতের কেন্দ্রবিন্দুতে ছিল ‘লাপাতা লেডিস’। কিরণ রাও পরিচালিত সিনেমাটি জিতে নিয়েছে সেরা চলচ্চিত্রসহ মোট ১৩টি পুরস্কার-যার মধ্যে রয়েছে সেরা পরিচালক, সেরা সংলাপ, সেরা সঙ্গীত, সেরা লিরিকস, সেরা পার্শ্ব অভিনেতা-অভিনেত্রীসহ আরও বহু বিভাগ। একক কোনো সিনেমার হাতে এতগুলো ফিল্মফেয়ার ট্রফি তোলার ঘটনা সাম্প্রতিক সময়ে বিরল।
তারকাখচিত আয়োজনে মঞ্চে ছিলেন বলিউডের কিং শাহরুখ খান, সঙ্গে করণ জোহর ও মনীশ পল। উপস্থাপনার পাশাপাশি শাহরুখ, কৃতি শ্যানন ও কাজলসহ জনপ্রিয় তারকারা দারুণ সব পারফরম্যান্সে মাতিয়ে তুলেছিলেন দর্শক ও অতিথিদের।
সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন অভিষেক বচ্চন (‘আই ওয়ান্ট টু টক’) এবং কার্তিক আরিয়ান (‘চান্দু চ্যাম্পিয়ন’)। সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট, তাঁর সিনেমা ‘জিগরা’র জন্য। আজীবন সম্মাননা পেয়েছেন বলিউডের কিংবদন্তি জিনাত আমান ও নির্মাতা শ্যাম বেনেগাল।
‘লাপাতা লেডিস’-এর প্রাপ্ত পুরস্কারসমূহ:
সেরা চলচ্চিত্র – লাপাতা লেডিস
সেরা পরিচালক – কিরণ রাও
সেরা পার্শ্ব অভিনেতা (পুরুষ) – রবি কিষাণ
সেরা পার্শ্ব অভিনেত্রী – ছায়া কদম
সেরা নবাগত অভিনেত্রী – নিতাংশী গোয়েল
সেরা সংলাপ – স্নেহা দেশাই
সেরা মিউজিক অ্যালবাম – রাম সম্পাত
সেরা লিরিকস – প্রশান্ত পাণ্ডে
সেরা গায়ক – অরিজিৎ সিং
সেরা পোশাক – দর্শন জালান
বেস্ট ব্যাকগ্রাউন্ড স্কোর – রাম সম্পাত
অন্যদিকে, সমালোচকদের মতে সেরা সিনেমা হয়েছে ‘আই ওয়ান্ট টু টক’, সেরা নবাগত পরিচালক পুরস্কার পেয়েছেন কুনাল খেমু (‘মাদগাঁও এক্সপ্রেস’) ও আদিত্য সুহাস জাম্ভলে (‘আর্টিকেল ৩৭০’)। আরডি বর্মন অ্যাওয়ার্ড পেয়েছেন নতুন প্রতিভা অচিন্ত ঠাক্কর (‘জিগরা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’), আর ভিএফএক্স, সিনেমাটোগ্রাফি ও প্রোডাকশন ডিজাইন বিভাগে ‘কিল’ ছবিটি ছিল সবচেয়ে এগিয়ে।
ডিআর/এসএসকে