Logo

বিনোদন

ছিলেন লিপস্টিকের ফেরিওয়ালা, এখন তিনি ৩৪১ কোটি টাকার মালিক

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৮:১৪

ছিলেন লিপস্টিকের ফেরিওয়ালা, এখন তিনি ৩৪১ কোটি টাকার মালিক

বলিউডে শুরু হয়েছে নতুন এক জাগরণ— আরশাদ ওয়ার্সির পুনর্জাগরণ। একের পর এক বড় বাজেটের সিনেমায় দেখা যাচ্ছে সেই চিরচেনা হাসিমুখটিকে, যিনি একসময় ‘সার্কিট’ নামেই পরিচিত ছিলেন সবার কাছে। ‘জলি এলএলবি ৩’, ‘দ্য ব্যাডস অফ বলিউড’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘ধামাল ৪’ ও ‘মাস্তি ৪’— সব মিলিয়ে যেন নতুন উত্থানের সময় চলছে এই বহুমাত্রিক অভিনেতার জীবনে।

তবে এই উত্থান কোনো সহজ গল্প নয়। আরশাদের জীবন শুরু হয়েছিল একেবারে নিচ থেকে। কিশোর বয়সে তিনি দরজায় দরজায় ঘুরে লিপস্টিক বিক্রি করতেন। এখন সেই ছেলেটিই বলিউডের প্রতিষ্ঠিত তারকা এবং প্রায় ৪০ মিলিয়ন ডলারের (৩৪১ কোটি টাকা) সম্পদের মালিক!


১৯৬৮ সালে জন্ম নেওয়া আরশাদের জীবনজুড়ে রয়েছে নাটকীয় উত্থান-পতন। মাত্র ১৪ বছর বয়সে বাবা-মাকে হারিয়ে ফেলেন। দশম শ্রেণি পর্যন্ত পড়েই থেমে যেতে হয়— কারণ তখন পরিবারের আর্থিক অবস্থা ছিল ভীষণ খারাপ। এক সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন, ‘আমি স্বচ্ছল পরিবার থেকে এসেও একসময় নিঃস্ব হয়ে পড়েছিলাম।’

বেঁচে থাকার তাগিদে তিনি কখনও ফটো ল্যাবে কাজ করেছেন, কখনও প্রসাধনী বিক্রি করেছেন। ঠিক সেই সময়ই অভিনয়ের সুযোগ আসে হঠাৎ করেই— এবং একবার সুযোগ পাওয়ার পর নিজের মেধা ও পরিশ্রমে তিনি বলিউডে জায়গা করে নেন।


রাজকুমার হিরানির ‘মুন্না ভাই এমবিবিএস’-এ সার্কিট চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। পরে ‘জলি এলএলবি’, ‘ধামাল’, ‘ইশকিয়া’ ও ‘গোলমাল’-এর মতো সিনেমাগুলোতে প্রমাণ করেন— হাসির আড়ালেও তিনি একজন গভীর ও শক্তিশালী অভিনেতা।

মজার ব্যাপার, তার অনেক আইকনিক চরিত্র প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল অন্যদের। শাহরুখ খান ফিরিয়ে দিয়েছিলেন ‘জলি এলএলবি’ ছবির প্রস্তাব, মাকরান্দ দেশপান্ডে ফিরিয়ে দিয়েছিলেন ‘সার্কিট’। ভাগ্যের ইশারায় সেই চরিত্রগুলো শেষ পর্যন্ত এসেছিল আরশাদের হাতেই— এবং ইতিহাস তৈরি হয়েছিল।

নাসিরউদ্দিন শাহ একবার বলেছিলেন, ‘এই প্রজন্মের সেরা অলরাউন্ড পারফর্মার আরশাদ ওয়ার্সি।’ অন্যদিকে বোমান ইরানি তাকে বলেছেন ‘স্বাভাবিক ও অনন্য প্রতিভাবান।’


বড় পর্দার বাইরে তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর প্রথম সিজনের উপস্থাপকও ছিলেন। ব্যক্তিগত জীবনেও তিনি সমান সফল— স্ত্রী মারিয়া গোরেত্তি ও দুই সন্তান জিক ও জিনকে নিয়ে তার সংসার পরিপূর্ণ।

এখন পুরো বলিউড অপেক্ষায় আছে তার পরবর্তী সিনেমা ‘কিং’-এর জন্য, যেখানে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে তাকে নতুন রূপে।

একসময় যে মানুষটি জীবিকার জন্য প্রসাধনী বিক্রি করতেন, আজ তিনি কোটি দর্শকের মুখে হাসি ফোটান। সত্যিই— এটাই হয়তো বলিউডের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক প্রত্যাবর্তনের গল্প।

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন বলিউড আরশাদ ওয়ার্সি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর