Logo

বিনোদন

ভুয়া আইডি নিয়ে বিপাকে জাহিদ হাসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২০:১৭

ভুয়া আইডি নিয়ে বিপাকে জাহিদ হাসান

অভিনেতা জাহিদ হাসান পড়েছেন ভুয়া ফেসবুক আইডি-সংক্রান্ত এক বিব্রতকর ঘটনায়। সম্প্রতি তার নামে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ চালু করা হয়েছে, যেগুলো ব্যবহার করে নানা বিভ্রান্তিকর কর্মকাণ্ড চলছে। নিজের ভক্ত ও সহকর্মীদের সতর্ক করতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেতা। সেখানে দুটি ভুয়া ফেসবুক আইডি ও একটি পেজের স্ক্রিনশট শেয়ার করে জাহিদ হাসান লিখেছেন, ‘এগুলো আমার ফেসবুক অ্যাকাউন্ট নয়। দুটোই ভুয়া। তাদের অনুসরণ করবেন না, তারা আমি নই।’

বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন ওই ভুয়া আইডির একজন, আসল জাহিদ হাসানের পোস্ট কপি করে নিজস্ব প্রোফাইলে একই লেখা দিয়ে প্রকাশ করে— যেন বোঝাতে চায় আসল অ্যাকাউন্ট সেটিই। ফলে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে আরও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

গণমাধ্যমে জাহিদ হাসান জানান, ফেসবুকে তার নামে কে বা কারা সক্রিয় হয়ে পড়েছে, সেটি নিয়ে তিনি বেশ বিব্রত। কয়েকজন তার ও পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে জাহিদ হাসানের নামে নতুন আইডি ও পেজ খুলেছে।

তার ভাষায়, ‘আমার ছবি ব্যবহার করে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট চলছে। তারা আমার হয়ে নানা কিছু লিখছে। এমনকি আমার নিজের স্ট্যাটাস কপি করে আমাকেই বানিয়ে দিচ্ছে ভুয়া। এতে মানুষ বিভ্রান্ত হচ্ছে— কোনটা আসল, কোনটা নকল তা বুঝতে পারছে না। এখন সময়টাই এমন যে, কে কখন আমার ছবি ব্যবহার করে কী লিখে বসে, তা ভেবে ভয় লাগে।’

কাজের বাইরে ফেসবুকে খুব একটা সক্রিয় নন জাহিদ হাসান। তার বন্ধু সংখ্যাও সীমিত, এবং তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তেমন সময় দিতে পছন্দ করেন না। তবু নিজের নামে তৈরি এসব ভুয়া অ্যাকাউন্টের কারণে দুশ্চিন্তায় আছেন তিনি। একই সঙ্গে সবাইকে সতর্ক করে বলেছেন— ভুয়া আইডিতে বিশ্বাস বা যুক্ত না হতে।

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর