Logo

বিনোদন

নিজের মতো করে কিছু কাজ করতে চাই : ফারিণ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২১:৩৫

নিজের মতো করে কিছু কাজ করতে চাই : ফারিণ

অভিনয় দিয়ে ইতিমধ্যেই দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তাসনিয়া ফারিণ। ছোট পর্দা, ওটিটি প্ল্যাটফর্ম থেকে বড় পর্দা— সব মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি। এবার নতুন ভূমিকায় হাজির হচ্ছেন এই তারকা— প্রযোজক হিসেবে।

২০২৩ সালে টালিউডে ‘আরও এক পৃথিবী’ চলচ্চিত্রে অভিষেকের পর ফারিণকে দেখা যায় গত কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ঢালিউডের সিনেমা ‘ইনসাফ’–এ, যা দর্শকমহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবার তিনি নিজের ভাবনা ও সৃজনশীলতা পর্দায় তুলে ধরতে শুরু করছেন এক নতুন যাত্রা— নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে।

সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারিণ জানান, তিনি একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করছেন। ভক্তদের উদ্দেশে তিনি জানতে চান— এই প্রতিষ্ঠানের নাম কী হওয়া উচিত। সেই পোস্টের নিচে দর্শক ও অনুসারীরা নানা আকর্ষণীয় নামের প্রস্তাব দিয়েছেন।

ফারিণ বলেন, ‘আমি নিজের মতো করে কিছু কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই প্রযোজনায় আসা।’

শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন প্রতিষ্ঠানের নাম। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রথম কাজ হিসেবে আসছে একটি মিউজিক ভিডিও, যেখানে থাকছে ফারিণের নিজের কণ্ঠের গান। গানটি প্রকাশ পাবে চলতি বছরের শেষ দিকে।

উল্লেখ্য, গত বছর ‘ইত্যাদি’ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারিত ‘রঙে রঙে রঙিন হব’ গানটি দিয়ে গায়িকা হিসেবেও দারুণ সাড়া পান তাসনিয়া ফারিণ। কবির বকুলের লেখা ও ইমরান মাহমুদুলের সুরে সেই গানটি দর্শকদের প্রশংসা কুড়ায়। নতুন গানেও ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। গানটির শিরোনাম, গীতিকার ও ভিডিও নির্মাতার নাম আপাতত প্রকাশ করেননি তিনি।

তার ভাষায়, গানটি খুব সুন্দর হয়েছে। আগেরটির মতো এটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আমি আশাবাদী।

প্রযোজনার মাধ্যমে ভবিষ্যতে নাটক বা সিনেমা নির্মাণের ইচ্ছা আছে কি না জানতে চাইলে ফারিণ বলেন, ‘এখনই এত দূর ভাবিনি। মিউজিক ভিডিও দিয়েই শুরু করছি। তবে যেহেতু প্রতিষ্ঠান শুরু করছি, নিয়মিত কাজ করার ইচ্ছে আছে।’

সাম্প্রতিক সময়ে অভিনয়ে কিছুটা বিরতি নেওয়া প্রসঙ্গে ফারিণ জানান, ‘এটি সচেতন সিদ্ধান্ত। সব প্রজেক্টে না গিয়ে বেছে কাজ করতে চাই। দর্শকদের মানসম্মত কিছু উপহার দেওয়ার জন্যই সময় নিচ্ছি। খুব শিগগিরই নতুন খবর দিতে পারব।’


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন তাসনিয়া ফারিণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর