তামান্না ভাটিয়াকে নিয়ে অশোভন মন্তব্য, বিতর্কের মুখে আন্নু কাপুর

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২১:৫২

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী তামান্না ভাটিয়াকে নিয়ে অশোভন মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বর্ষীয়ান অভিনেতা আন্নু কাপুর। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি তামান্নার শারীরিক গঠন ও ব্যক্তিগত মন্তব্য নিয়ে কটূক্তি করেন, যা নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
তামান্না ভাটিয়া বলিউডে ‘মিল্কি বিউটি’ নামে পরিচিত। তবে অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই উপাধি তাঁর পছন্দ নয়। ঠিক সেই বিষয়টিকেই কেন্দ্র করে আন্নু কাপুর বলেন, “তামান্না তো দুধের মতো সাদা, তার শরীর দেখলেই বোঝা যায় কেন সবাই এমন নামে ডাকে।”
তবে এখানেই থেমে থাকেননি তিনি। তামান্নার এক পুরোনো সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আন্নু ব্যঙ্গ করে বলেন, “তিনি বলেছিলেন, তাঁর গান শুনে শিশুরা ঘুমিয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, কত বয়সের শিশুরা? ৭০ বছরের শিশুরাও হতে পারে!” এরপর তিনি আরও যোগ করেন, ‘দেশের জন্য বড় উপকার করছেন তিনি— নিজের গান আর শরীর দিয়ে সবাইকে ঘুম পাড়াচ্ছেন।’
এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনরা মন্তব্য করেন, ‘আন্নু কাপুরের মতো একজন সিনিয়র অভিনেতার মুখে এমন কথা মানায় না।’ অনেকে তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি তুলেছেন।
তবে এই বিতর্কে তামান্না ভাটিয়া এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
বলিউড মহলে এখন প্রশ্ন— শিল্পীর স্বাধীন মত প্রকাশের নামে কি অন্যের প্রতি অসম্মান প্রকাশ করা যায়? আন্নু কাপুরের এই বিতর্কিত মন্তব্য সেই আলোচনাকেই আবার সামনে নিয়ে এসেছে।
ডিআর/এসএসকে