Logo

বিনোদন

চঞ্চল–সাবিলা–রাজ এবার হুমায়ূন আহমেদের গল্পের চরিত্র

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৬:০৩

চঞ্চল–সাবিলা–রাজ এবার হুমায়ূন আহমেদের গল্পের চরিত্র

কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ এবার বড় পর্দায় আসছে। উপন্যাসটি অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন ‘উৎসব’ খ্যাত পরিচালক তানিম নূর।

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় ছবিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে তার আগেই জানা গেছে, এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, সাবিলা নূর এবং শরিফুল রাজ।

বর্তমানে চলছে সিনেমার চিত্রনাট্য লেখার কাজ। যদিও কাস্টিং নিয়ে এখনো নির্মাতা বা প্রযোজনা পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে একাধিক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে— চঞ্চল, সাবিলা ও রাজের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র থাকবে ছবিটিতে।

পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরেই শুরু হবে শুটিং। ঢাকার ভেতর ও বাইরে নানা লোকেশনে চিত্রায়ণ করা হবে সিনেমার দৃশ্যগুলো। ছবির একটি বড় অংশে দেখা যাবে ট্রেন জার্নি, যা গল্পের আবহে এনে দেবে বিশেষ মাত্রা।

নির্মাতারা জানিয়েছেন, ২০২৬ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

হুমায়ূন আহমেদের সংলাপভিত্তিক গল্প, তার চরিত্রগুলোর নিঃশব্দ আবেগ আর বাস্তব জীবনের টানাপোড়েন এবার পর্দায় দেখতে পাবেন দর্শকরা— এই প্রত্যাশাতেই শুরু হয়েছে ‘কিছুক্ষণ’–এর সিনেমা যাত্রা।

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর