Logo

বিনোদন

প্রথমবার নিজেদের নাটক নিয়ে সংবাদ সম্মেলনে ইমু শিকদার ও ডলার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৪:৩০

প্রথমবার নিজেদের নাটক নিয়ে সংবাদ সম্মেলনে ইমু শিকদার ও ডলার

সম্প্রতি এফকে ডলার পরিচালিত একক নাটক ‘তুমি আমার কে’ প্রকাশিত হয় ইউটিউব চ্যানেল ইমু এন্টারটেইনমেন্টে। ইতোমধ্যেই অনলাইনে সাড়া ফেলেছে নাটকটি।

নাটকটির উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন ইমু শিকদার, সুজন হাবিব, লিটন সানজিদা মিলা, বাঁধন, খোরশেদ আলম ও আরো অনেকে। 

নাটকটি দর্শক দারুণভাবে গ্রহণ করায় গণমাধ্যম কর্মীদের সাথে একটি ঘরোয়া আড্ডার আয়োজন করা হয়। ১৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাতটায় মগবাজারের খাওয়া-দাওয়া রেস্টুরেন্ট এবং কমিউনিটি সেন্টারে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাটকটির উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করা ইমু শিকদার, লিটন সানজিদা মিলা, বাঁধন, খোরশেদ আলম। এর বাইরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ, মুরাদ পারভেজ, শাহীন মৃধাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরে জনপ্রিয় অভিনেত্রী ইমু শিকদার বলেন, ‘‘ডলার ভাই আমার উপর সবসময় বিশ্বাস করেছেন, ভরসা করেছেন। ‘তুমি আমার কে’ নাটকেও তিনি আমার উপর ভরসা করেছেন।। এই নাটকে খাদিজা চরিত্রে অভিনয় করেছি আমি। কাজ করার সময় ভাবিনি-‌ এতটা সাড়া পাবো। এই নাটকে আমাদের টিমের সবাই জানপ্রাণ দিয়ে কাজ করেছেন। সামনে আমার আরও কিছু কাজ আসছে, যেগুলো সবাইকে মুগ্ধ করবে। সবশেষে সাংবাদিক ভাই বোনদের নিকট কৃতজ্ঞ, আমাদের পাশে থাকার জন্য।’’

সানজিদা মিলা বলেন, ‘ডলার ভাইয়ের গল্প শুনে আমি বরগুনা থেকে ঢাকায় চলে আসি। কাজটা করার জন্য। অসাধারণ একটি গল্প। এই টিমের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা দারুণ।’

জনপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ বলেন, ‘‘অনেকদিন পরে আবার কাজ শুরু করেছি। এই টিমের সঙ্গে আমার ‘মানুষ না মানুষ’ নাটকটি শিগগিরই রিলিজ হবে। আমি সবার কাছে দোয়া প্রার্থী।’’

মুরাদ পারভেজ বলেন, ‘আমি অনেকদিন পর কাজ শুরু করেছি। আমি আমার সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই। এই টিমের সঙ্গে আমার বেশ কিছু কাজ সামনে আসবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

অভিনেতা শাহীন মৃধা বলেন, ‘ডলার সবসময় সিরিয়াস কাজ করে। বেশ কিছু কাজ হয়েছে তার সঙ্গে। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারূণ। আমাদের আরও কিছু কাজ আসবে সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সবশেষে পরিচালক ফিরোজ কবির ডলার বলেন, ‘আমি টেলিভিশন মিডিয়ার চাকরি ছেড়ে ইন্ডিভিজুয়ালি যখন কাজ শুরু করি তখন শুরুতে আমি তেমন কাজ পাচ্ছিলাম না। পরে একটা টিম ওয়ার্কের ভেতর দিয়ে কিছু কাজ করার চেষ্টা করছি। ইদানিং মানুষ আমার কাজগুলো পছন্দ করছে। আমি আরো কিছু কাজ নিয়ে শিগগিরই হাজির হবো। সাংবাদিক ভাইদের কাছে আমি কৃতজ্ঞ, আমার পাশে থাকার জন্য।’

এরপর কেক কেটে ‘তুমি আমার কে’  নাটকের সাফল্য উদযাপন করা হয়।


এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন ইমু শিকদার ফিরোজ কবির ডলার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর