Logo

বিনোদন

দিনে বিতর্ক, রাতে কান্না; সরল রিপন মিয়াও কি জটিল অঙ্কে বাঁধা!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৬:০১

দিনে বিতর্ক, রাতে কান্না; সরল রিপন মিয়াও কি জটিল অঙ্কে বাঁধা!

বাংলাদেশের কনটেন্ট জগতে একসময় যিনি ‘সরল মন আর সোজা কথা’ দিয়ে কোটি মানুষের মন ছুঁয়েছিলেন, সেই রিপন মিয়া, এখন আলোচনায় একদম ভিন্ন কারণে। দিনের বেলা যিনি ভিলেন হয়ে ছিলেন তুমুল বিতর্কে, রাতে দেখা গেল মায়ের বুকে মুখ গুঁজে কাঁদছেন— এমন দৃশ্য কাঁপিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

১৪ অক্টোবর দুপুরে একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনের মাধ্যমে হঠাৎই ভাইরাল হয়ে যায় রিপন মিয়ার পরিবারভিত্তিক এক ভিডিও।

সেই প্রতিবেদনেই উঠে আসে ক্যামেরার আড়ালের রিপন মিয়ার এক ভিন্ন চরিত্র।

টাকা পয়সার মালিক হওয়ার পর ভুলে গেছেন বাবা মা আর স্ত্রী সন্তানকেও। এমনকি তাদের ভরণপোষণও দেন না রিপন- এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ওই প্রতিবেদনে। তার মা কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ছেলে এখন আমাদের চিনতে চায় না, গরিব বলে পরিচয় দেয় না। বলে, এতে তার মান-সম্মান থাকে না।’

তার বাবা জানান, ‘রিপন একসময় আমাকে দিয়ে ভিডিও করত, কিন্তু এখন খ্যাতি পেয়ে অন্যদের সঙ্গে কাজ করছে, এখন আমাকে আর তার আর দরকার নেই।’

অভিযোগ শুধু এখানেই থামেনি। সেই প্রতিবেদনে আরও বলা হয়, রিপন এখন তার সঙ্গে কথা বলার আগে ‘ম্যানেজারের’ সঙ্গে যোগাযোগ করতে বলেন। এমনকি কোথাও ইন্টারভিউ দিতে চান না, কারণ নাকি এতে তার মর্যাদা কমে যাবে!

আরও বিস্ময়ের বিষয়— তার পরিবার দাবি করছে, রিপন বিয়ে করেছেন, এক ছেলে এক মেয়ে আছে। কিন্তু রিপন বলছেন, তিনি বিয়েই করেননি! বাড়িতে যিনি আছেন, তিনি নাকি তার ‘ভাবি’।

এই উল্টো বক্তব্যে জনমনে তৈরি হয়েছে প্রবল বিভ্রান্তি। সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। কেউ লিখেছেন — ‘খ্যাতি মানুষকে মানুষ থাকতে দেয় না।’ আবার কেউ প্রশ্ন তুলেছেন — ‘কাকে বিশ্বাস করব? মাকে, না কি ছেলেকে?’ সমালোচনার ঝড়ের মাঝেই রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে আরেকটি ভিডিও, যেখানে দেখা যায়, মাকে জড়িয়ে ধরে কাঁদছেন রিপন।

দুই বিপরীত দৃশ্য— দিনের বিতর্ক আর রাতের কান্না, বিভ্রান্তিতে ফেলে দেয় নেটিজেনদের। আসল ঘটনা কি জানতে রিপন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে রিপন বলেন, ‘এই মুহূর্তে কথা বলার মানসিক অবস্থা নেই। তবে খুব শিগগিরই সব প্রশ্নের উত্তর দেবো। আমি আমার পরিবারকে সবসময় দেখেছি, ভবিষ্যতেও দেখব। যদি কোনো ঘাটতি থাকে, তা পূরণ করব।’

নেত্রকোণার কাঠমিস্ত্রি রিপন মিয়া প্রথম আলোচনায় আসেন ২০১৬ সালে, যখন তার সরল ভিডিওতে তিনি বলেছিলেন, ‘বন্ধু, তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সঙ্গে গল্প করব আমি সারা রাত।’ 


তার ভিডিওর সরল কবিতাগুলো এক সময় হাসির খোরাক জুগিয়েছিল কোটি মানুষের মনে। তারপর ধীরে ধীরে সরল রিপন মিয়ার খ্যাতি যত বাড়তে থাকে রিপন মিয়া ততই পড়ে যেতে থাকেন জটিল অঙ্কে। কনটেন্ট বিজনেসের এই জটিল অঙ্ক রিপন মিয়াকে শেষমেষ কোথায় নিয়ে যায় তাই এখন দেখার বিষয়। 

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন রিপন মিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর