Logo

বিনোদন

‘অন্তর্যামী’ হয়ে ভয়ংকর প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে মাহিয়া মাহির!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৬:৫৯

‘অন্তর্যামী’ হয়ে ভয়ংকর প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে মাহিয়া মাহির!

বাংলা চলচ্চিত্রের বড় বাজেটের ছবি নিয়ে আবারও আলোচনায় এসেছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি আনছে এক নতুন ধাঁচের লেডি অ্যাকশন থ্রিলার— ‘অন্তর্যামী’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ছবিটি পরিচালনা করেছেন সৈকত নাসির। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানিয়েছেন, ‘অন্তর্যামী কোনো নায়ক-নির্ভর ছবি নয়। এটি একটি লেডি অ্যাকশন সারভাইভাল স্টোরি। কেউ কেউ এটাকে ‘অগ্নি ২’-এর পরের গল্প ভাবতে পারেন, কিন্তু আসলে এটি সম্পূর্ণ নতুন গল্প। অগ্নি ছিল প্রতিশোধের গল্প, আর অন্তর্যামী বেঁচে থাকার গল্প।’

ছবির পোস্টারেই ধরা দিয়েছে মাহির চরিত্রের রহস্যময় ও শক্তিশালী উপস্থিতি। সেখানে ইংরেজিতে লেখা—

“SHE IS BACK.

SHE CAN READ YOUR MIND.

SHE IS INHERENTLY.

IF FORCED, SHE IS READY TO KILL.”


ছবির গল্প আবর্তিত হবে মাহিয়া মাহি এবং ৯ বছরের শিশু শিল্পী মাবশুকে কেন্দ্র করে। মাবশু অভিনয় করেছে এমন এক শিশুর চরিত্রে, যার রয়েছে অদ্ভুত এক মানসিক শক্তি— সে একজন অন্তর্যামী।

ছবির কোরিওগ্রাফি করেছেন ভারতের বিখ্যাত বাবা যাদব, ফাইট ডিরেকশন করেছেন জাইকা স্ট্যান্ট। শুটিং হবে বাংলাদেশ, থাইল্যান্ড ও আমেরিকায়। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ২০২৬ সালে মুক্তি পাবে ‘অন্তর্যামী’।

চলচ্চিত্রপ্রেমীদের মতে, “অন্তর্যামী” হতে পারে মাহিয়া মাহির ক্যারিয়ারের নতুন মোড়, যেখানে তিনি নারী চরিত্রের শক্তি, রহস্য ও বুদ্ধিমত্তাকে এক অন্য উচ্চতায় নিয়ে যাবেন।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন মাহিয়া মাহি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর