Logo

বিনোদন

দেশের পর্দায় হলিউড ব্লকবাস্টার ‘ট্রন: অ্যারেস’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ২০:৩৬

দেশের পর্দায় হলিউড ব্লকবাস্টার ‘ট্রন: অ্যারেস’

মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তা— ভবিষ্যতের পৃথিবীতে এই সংঘাত নিয়েই আসছে হলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘ট্রন: অ্যারেস’। আগামী ১৭ অক্টোবর থেকে এটি প্রদর্শিত হবে স্টার সিনেপ্লেক্সে।

জোয়াকিম রনিং পরিচালিত এই আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমাটি জনপ্রিয় ‘ট্রন’ সিরিজের তৃতীয় কিস্তি, যা ২০১০ সালের হিট ছবি ‘ট্রন: লিগ্যাসি’র সিক্যুয়েল। প্রযুক্তি ও মানবতার সহাবস্থানের নৈতিক দ্বন্দ্বকে ঘিরে নির্মিত এই ছবিতে দর্শক পাবেন কল্পনাপ্রবণ ভবিষ্যৎ জগতের এক ঝলক।

ছবিটিতে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেতা জ্যারেড লেটো, যিনি ‘অ্যারেস’ চরিত্রে নতুন রূপে হাজির হচ্ছেন। তার সঙ্গে রয়েছেন গ্রেটা লি, ইভান পিটার্স, জোডি টার্নার-স্মিথ, হাসান মিনহাজ, আর্তুরো কাস্ত্রো, গিলিয়ান অ্যান্ডারসনসহ আরও অনেকে।

স্টার সিনেপ্লেক্সের উর্ধ্বতন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, সিনেমাটি ১৭ অক্টোবর থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় দেখা যাবে।


‘ট্রন: অ্যারেস এমন এক চলচ্চিত্র, যেখানে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর মানবিক আবেগ একসঙ্গে মিশে গেছে। ভিজ্যুয়াল ইফেক্ট, সাউন্ড ডিজাইন আর গল্প—সব মিলিয়ে এটি ২০২৫ সালের সবচেয়ে চিত্তাকর্ষক হলিউড ছবি হতে যাচ্ছে। ‘ট্রন: অ্যারেস’-এ দর্শক দেখতে পাবেন এমন এক পৃথিবী, যেখানে মানুষ ও মেশিনের সীমারেখা ধীরে ধীরে মুছে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে মানব নিয়ন্ত্রণের প্রশ্নে তৈরি হচ্ছে নতুন এক উত্তেজনাপূর্ণ ভবিষ্যৎ।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন হলিউড স্টার সিনেপ্লেক্স

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর