
জয়া আবারও ইউএনডিপি’র শুভেচ্ছা দূত নির্বাচিত
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্যটি নিজেই জানিয়েছেন তিনি।
জয়া আহসান লিখেছেন, “UNDPBD এর উদ্যোগে সুইডেন ও নরওয়ের কয়েকজন তরুণ রাজনীতিবিদদের সম্মানে গতকাল সুইডেন দূতাবাসে একটি রিসিপশন অনুষ্ঠিত হয়। তৃতীয়বারের জন্য বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র শুভেচ্ছা দূত হিসেবে আমি পুনর্নিযুক্ত হয়েছি। ২০২২ সাল থেকে আমি ইউএনডিপি’র শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছি, যা আগামী দুই বছর, অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে।”
পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, এই আয়োজনে উপস্থিত ছিলেন সুইডেন ও নরওয়ের তরুণ রাজনীতিবিদরা, যাদের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
উল্লেখ্য, জয়া আহসান ২০২২ সাল থেকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) সঙ্গে যুক্ত আছেন। তার কাজের ক্ষেত্র মূলত মানবাধিকার, নারী ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন বিষয়কে কেন্দ্র করে।
পোস্টটি প্রকাশের ৩০ মিনিটের মধ্যেই হাজারো ভক্ত ও অনুসারী শুভেচ্ছা জানিয়েছেন এই তারকাকে।
ডিআর/এসএসকে