Logo

বিনোদন

আবারও ইউএনডিপি’র শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৪২

আবারও ইউএনডিপি’র শুভেচ্ছা দূত হলেন জয়া আহসান

জয়া আবারও ইউএনডিপি’র শুভেচ্ছা দূত নির্বাচিত

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন।

 বৃহস্পতিবার সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্যটি নিজেই জানিয়েছেন তিনি।

জয়া আহসান লিখেছেন, “UNDPBD এর উদ্যোগে সুইডেন ও নরওয়ের কয়েকজন তরুণ রাজনীতিবিদদের সম্মানে গতকাল সুইডেন দূতাবাসে একটি রিসিপশন অনুষ্ঠিত হয়। তৃতীয়বারের জন্য বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র শুভেচ্ছা দূত হিসেবে আমি পুনর্নিযুক্ত হয়েছি। ২০২২ সাল থেকে আমি ইউএনডিপি’র শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছি, যা আগামী দুই বছর, অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, এই আয়োজনে উপস্থিত ছিলেন সুইডেন ও নরওয়ের তরুণ রাজনীতিবিদরা, যাদের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

উল্লেখ্য, জয়া আহসান ২০২২ সাল থেকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) সঙ্গে যুক্ত আছেন। তার কাজের ক্ষেত্র মূলত মানবাধিকার, নারী ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন বিষয়কে কেন্দ্র করে।

পোস্টটি প্রকাশের ৩০ মিনিটের মধ্যেই হাজারো ভক্ত ও অনুসারী শুভেচ্ছা জানিয়েছেন এই তারকাকে।

ডিআর/এস‌এসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর