Logo

বিনোদন

সিনে গসিপ

ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছিলেন নায়িকা পূর্ণিমা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৮:০৪

ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছিলেন নায়িকা পূর্ণিমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। তবে সিনেমায় আগের মতো দেখা যায় না তাকে। সর্বশেষ গতবছর তার অভিনীত ‘আহারে জীবন’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এদিকে সিনেমার বাইরে ওটিটিতেও তার অভিষেক হয়েছে। কিন্তু সেখানেও তার নিয়মিত উপস্থিতি নেই। এদিকে পূর্ণিমাকে নিয়ে রয়েছে নানা ধরনের গুঞ্জন।

চলচ্চিত্র পাড়ায় মাঝে মাঝেই তাকে নিয়ে শোনা যায় নানা গসিপ। এমনই এক গসিপ হচ্ছে চিত্রনায়িকা পূর্ণিমা বড় ধরনের ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছিলেন। শাকিব খানও তাকে নিয়ে গেম খেলেছেন। সম্প্রতি চলচ্চিত্র পরিচালক রবিউল ইসলাম রাজও তার এক ফেসবুক পোস্টে এমন দাবি জানান।

শুধু এই পরিচালকই নয়, পূর্ণিমা নিজেও একাধিক সময়ে স্বীকার করেছেন যে, তিনি ফিল্ম পলিটিকসের স্বীকার হয়েছিলেন। এমনকি পলিটিক্সের শিকার হয়েই সিনেমায় অনিয়মিত হয়েছেন তিনি।


এক পুরনো সাক্ষাৎকারে পূর্ণিমা বলেন, এখন তো চলচ্চিত্র অনেক কমে এসেছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেকেই পলিটিক্সের কারণে সিনেমার কাজ পাচ্ছেন না। আমিও সেই একই পলিটিক্সের শিকার! অনেক সিনেমা থেকেই কোনো কারণ ছাড়াই বাদ পড়েছি। পলিটিক্স ছিল বলেই এসব হয়েছে। এখন এফডিসিও ছোট হয়ে আসছে।

পূণিমার ভাষ্য, বর্তমানে বড় পর্দায় যে সিনেমাগুলো হচ্ছে, সে অনুযায়ী আমি যেমন চরিত্রে অভিনয় করতে চাচ্ছি সেরকম অফার আসছে না। সেজন্যই কাজের পরিমাণ কমে গেছে।


ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা প্রসঙ্গে পূর্ণিমা বলেন, কিছু গল্পে আছে, যেখানে হয়ত কিছু আপত্তিকর দৃশ্য অভিনয় করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারব না। ওটিটিতে যেহেতু সেন্সরের কিছু নেই, দেখা গেল ওই গল্পের জন্য দৃশ্যটা খুবই জরুরি ছিল। এমন সব গল্প আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। পরে হয়তো আরও ভালো কোনো অভিনেত্রীকে তারা নিয়ে নিচ্ছে। এ কারণে আমি মনে করি, এটা আমারই ব্যক্তিগত সমস্যা।

পূর্ণিমা অভিনীত দুটি সিনেমার কাজ এখনো চলমান রয়েছে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ । দীর্ঘদিন ধরেই সিনেমা দুটির কাজ থমকে আছে। একটিতে তার বিপরীতে আছেন ফেরদৌস, আরেকটিতে আরিফিন শুভ।


পরিচালক জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক ঘটে পূর্ণিমার। এরপর আর পেছনে তাকাতে হয়নি এই নায়িকাকে।  প্রথম নায়ক ছিলেন ফেরদৌস, এরপর তিনি অভিনয় করেছেন রিয়াজ, মান্না, শাকিব খান, রুবেল, আমিন খানসহ দেশের শীর্ষ নায়কদের বিপরীতে। এ পর্যন্ত প্রায় ১০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। তার অভিনীত জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে ‘মনের মাঝে তুমি’, ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’, ‘মনের মধ্যে তুমি’, ‘মধুর মিলন’সহ অসংখ্য সিনেমা। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শ্রেষ্ঠ নায়িকা বিভাগে।


ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন পূর্ণিমা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর