হিরো আলমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ : ফেসবুক লাইভে রিয়া মনি

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ২০:৫৫

বিনোদন জগতের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনি’র সংসারে ফের দাম্পত্য কলহের ঝড় বইছে। কয়েক দিন ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন চলছিল। সেই গুঞ্জনের মাঝেই বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন রিয়া মনি। এ সময় তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
লাইভে রিয়া মনি বলেন, ‘সংসার করার সময় হিরো আলম মিথিলা নামে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন। পরে সেই নারী তাকে ধর্ষণ মামলাও দিয়েছিল। এসব কারণেই আমি তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’
তিনি আরও জানান, তালাকের সিদ্ধান্তের পর হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছিলেন, ফলে বাধ্য হয়ে সংসারে ফিরে আসেন তিনি। তবে তার দাবি, ‘হিরো আলমের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।’
রিয়া মনি বলেন, ‘আমি আর নিতে পারছি না। আলম আমাকে বলে— ধ্বংস করে দেবে। কিন্তু আমি ওর মতো পাগল না। ও মানসিকভাবে ভেঙে পড়েছিল, আমি ওকে বাঁচিয়েছি। এখন ও আমাকেই ধ্বংস করতে চায়।’
নিজের ভালোবাসা ও ত্যাগের কথা উল্লেখ করে রিয়া মনি আরও বলেন, ‘আমি আলমকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। ওর সঙ্গে নাটক করিনি। ওর টাকা দিয়ে চলি না, বরং আমি ওকে লাখ লাখ টাকা দিয়েছি। কিন্তু কোনো লাভ হয়নি। এখন শুধু শান্তিতে থাকতে চাই।’
রিয়া মনির বক্তব্য অনুযায়ী, তিনি তিনটি সংসারের দায়িত্বে ছিলেন, তবুও হিরো আলমের কাছ থেকে কষ্টই পেয়েছেন। তার অভিযোগ, হিরো আলম সব জায়গায় রাজনীতি করতে চান, এমনকি সংসারেও।
উল্লেখ্য, হিরো আলম ও রিয়া মনির সম্পর্ক নিয়ে এর আগেও একাধিকবার আলোচনা হয়েছে অনলাইনে। তবে এবার লাইভে আসা রিয়া মনির বক্তব্যে তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন আরও জোরালো হলো।
ডিআর/এসএসকে