Logo

বিনোদন

শুধু মেধা নয়, এগোনোর জন্য আরও অনেক কিছু দরকার : জয়া আহসান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৪:১৯

শুধু মেধা নয়, এগোনোর জন্য আরও অনেক কিছু দরকার : জয়া আহসান

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মনে করেন, কেবল মেধা দিয়েই জীবনে বড় কিছু করা যায় না। সাফল্যের জন্য দরকার অদম্য ইচ্ছাশক্তি ও আত্মনিবেদন। সম্প্রতি ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ নামের একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন দুই বাংলার এই তারকা।

জয়া বলেন, ‘মেধা দিয়ে খুব বেশিদূর এগোনো যায় না। শুধু মেধা থাকলে হবে না— নিজের কাছে নিজে পরীক্ষা দিতে হবে, পরিশ্রম করতে হবে, বারবার নিজেকে প্রমাণ করতে হবে। তাহলেই সাফল্য আসবে।’

অভিনয় জীবনের শুরুর দিকের অভিজ্ঞতা শেয়ার করে তিনি আরও বলেন, ‘অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দিকনির্দেশনার কারণেই এখন অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি।’

অতীতের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে জয়া বলেন, ‘আমি পুরোনোতে বাঁচি। যা কিছু পুরোনো, তা শুধু অতীত নয়— তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। আমার বাসায় প্রায় ২০০ বছরের পুরোনো একটা আলমিরা আছে, আর যে খাটে আমার জন্ম, সেটাও এখনো সংরক্ষিত।’

সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য প্রসঙ্গেও মুখ খোলেন জয়া আহসান। তার ভাষায়, ‘আমি খুব একটা কমেন্টবক্স পড়ি না। তবে যখন পড়ি, খারাপ লাগে ওই মানুষগুলোর জন্য— যারা পৃথিবীতে একটা অশোভন মন্তব্য রেখে যাচ্ছেন। তারা চলে যাবেন, কিন্তু কথাটা থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না।’

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুম্মান রশিদ খান। এটি প্রচারিত হবে আগামীকাল (১৮ অক্টোবর) রাত ৯টায় মাছরাঙা টিভি এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে।

এদিকে নিজের প্রযোজনা সংস্থার ব্যানারেও বর্তমানে একাধিক সিনেমার কাজ করছেন জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও তিনি এখন সমানভাবে আলোচিত।

ডিআর/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর