নায়ক বাপ্পারাজের খোঁচা: ‘চলে গেলেই যত ভালোবাসা, আদিখ্যেতা!’

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৭:২৭

চলচ্চিত্র অঙ্গনের বর্তমান প্রজন্ম ও দর্শকদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, জীবিত অবস্থায় মানুষকে সম্মান না দিয়ে মৃত্যুর পর অতিরিক্ত প্রশংসা করার সংস্কৃতি এখন নিয়মে পরিণত হয়েছে।
বাপ্পারাজ লেখেন, “আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে—কাউকে কিছু জিজ্ঞেস করলেই বলে, ‘ও নেই বলেই এর উত্থান হয়েছে, ও থাকলে আসতে পারত না।’ আবার কেউ কেউ বলে, ‘ও নেই বলেই চলচ্চিত্রের আজ দুরবস্থা।’ কিন্তু একটা জিনিস বোঝার জন্য পিএইচডি করার দরকার হয় না—ও থাকা অবস্থাতেই ওর অবস্থা পড়তির দিকে ছিল, চলচ্চিত্রের খারাপ সময় তখনই শুরু হয়ে গিয়েছিল।”
স্ট্যাটাসে তিনি আরও যোগ করেন, ‘আমরা মানুষ জীবিত থাকতে কারও প্রশংসা করি না, সম্মান দিতেও কুণ্ঠিত হই। কিন্তু চলে গেলেই যত ভালোবাসা, আদিখ্যেতা।’
বাপ্পারাজের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। অনেকেই মন্তব্য করছেন, অভিনেতার কথাগুলো আজকের চলচ্চিত্র সমাজের বাস্তব প্রতিচ্ছবি।
অভিনয় জীবনের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনায়ও যুক্ত বাপ্পারাজ, সাম্প্রতিক সময়ে নিয়মিত সামাজিক মাধ্যমে চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা বিষয়ে নিজের মতামত জানিয়ে আসছেন।
ডিআর/এসএসকে